December 22, 2024

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে গাছে গাছে এবার প্রচুর আমের মুকুল আসায় খুশি আমজনতারা।

1 min read
তনময়  চক্রবর্তী  ;-  উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে গাছে গাছে এবার প্রচুর আমের  মুকুল আসায়  খুশি আমজনতারা।সাধারণ মানুষরা মনে করছেন এবছর কয়েকবছরের তুলনায় আমগাছে সবচেয়ে বেশি মুকুল আসায় বিভিন্ন স্তরের মানুষরা এটাকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করছেন।রাজনীতিবিদরা তাদের মতো করে ব্যাখ্য করছেন ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

অপরদিকে কৃষিবিদ রা তাদের মতো করে ব্যাখ্যা করছেন।বিজেপির এক নেতা তো ঠাট্টা করে বললেন  এবার যে ভাবে গাছে গাছে মুকুল এসেছে তাতে এবার অন্য একটা দিক  বহন করছে।এবার মানুশের  তাই খুব  আনন্দ।অন্যদিকে তৃনমূলের নেতারা বলছেন গাছে এত মুকুল এসেছে এটা দেখে বিজেপির নেতাদের আনন্দ করে লাভ নেই ।
তৃনমূলের ঝরে সব মুকুল গাছ থেকে ঝরে আশ্রয় নেবে মাটিতে ঘাসফুলে।তখন বিজেপি নেতাদের মুখ দেখানোটাও দায় হয়ে পড়বে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *