December 23, 2024

উত্তর দিনাজপুর জেলা পরিষদের সাধারণ সভায় ২০১৯-২০ সালের বাজেট পাশ হল

1 min read
তৃণমূল কংগ্রেস পরিচালিত উত্তর দিনাজপুর জেলা পরিষদের সাধারণ সভায় ২০১৯-২০ সালের বাজেট পাশ হল। ওই অর্থ বর্ষের জন্য জেলা পরিষদ প্রায় ২৪৪ কোটি টাকার বাজেট পাশ করেছে। বাজেটের সিংহ ভাগ টাকাই পূর্ত ও পরিবহণ স্থায়ী সমিতির খাতে ধরা হয়েছে। বাজেট পাশ করা নিয়ে এদিন কোনও বিরোধিতা না হলেও বিরোধী বিজেপি ও ফরওয়ার্ড ব্লক এই বাজেটে খুশি নয় বলে জানিয়েছে। তাদের দাবি, বাজেটে সমস্ত স্থায়ী সমিতিকে সমান গুরুত্ব দিয়ে অর্থ বরাদ্দ করা হয়নি। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, সমস্ত স্থায়ী সমিতির ক্ষেত্রে নির্দিষ্ট দপ্তর থেকে টাকা খরচ করা হয়। ফলে জেলা পরিষদের বাজেটে ওই সব ক্ষেত্রে কম অর্থ বরাদ্দের কারণে কোনও সমস্যা হবে না। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি তৃণমূল কংগ্রেসের কবিতা বর্মন বলেন, এদিন ২০১৯-২০ সালের বাজেট সাধারণ সভায় পাশ হয়েছে। আমরা জেলার উন্নয়নের স্বার্থে এই বাজেট অনুসারে আগামী দিনে খরচ করব। মোট ২৪৩ কোটি ৬৯ লক্ষ টাকার বাজেট এদিন পাশ হয়েছে। ২০১৮-১৯ সালে উত্তর দিনাজপুর জেলা পরিষদ মোট ২৭৮ কোটি ৬৮ লক্ষ টাকার বাজেট পাশ করেছিল। পরে জেলা পরিষদ মোট ১৯০ কোটি ৩৬ লক্ষ টাকা পেয়েছিল। সেই টাকার অধিকাংশই খরচ হয়েছে। কিছু কাজ এখনও চলছে বলে জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি জেলা পরিষদের অর্থ স্থায়ী সমিতিতে ২০১৯-২০ সালের বাজেটটি পাশ হয়েছিল। এরপর কোনও জায়গা থেকে কোনও আপত্তি না আসায় এদিন জেলা পরিষদের সাধারণ সভায় বাজেট পাশ হয়েছে। বাজেটে পূর্ত ও পরিবহণ স্থায়ী সমিতি জন্য ২০৬ কোটি ৬০ লক্ষ টাকা, জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতিতে ২৯ কোটি ৩০ লক্ষ, শিক্ষা ও ক্রীড়ায় এক কোটি দশ লক্ষ, শিশু, নারী কল্যাণ ও ত্রাণে ৭০ লক্ষ টাকা ধরা হয়েছে। বন ও ভূমি স্থায়ী সমিতির জন্য ৯০ লক্ষ টাকা বাজেট বরাদ্দ হয়েছে। এদিকে, কৃষি, সেচ ও সমবায়, মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য, ক্ষুদ্র শিল্প বিদ্যুৎ ও অচিরাচরিত শিল্প স্থায়ী সমিতিগুলির জন্য মাত্র এক লক্ষ টাকা করে বরাদ্দ হয়েছে। অর্থ স্থায়ী সমিতির জন্য তিন লক্ষ ৭৩ হাজার টাকা বাজেট বরাদ্দ ধরা হয়েছে। জেলা পরিষদের নিজস্ব ফান্ডে এক কোটি ৩১ লক্ষ টাকা বাজেটে রাখা হয়েছে। জেলা পরিষদের ২৬টি আসনের মধ্যে ২৪টি আসনই তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। বাকি দু’টি আসন বিজেপি ও ফরওয়ার্ড ব্লকের অধীনে রয়েছে। বিরোধীদের দাবি, তারা বিরোধী হিসাবে সংখ্যায় খুবই কম থাকায় সেভাবে প্রতিবাদও জানাতে পারছে না। তবে এই বাজেট বৈষম্য মানা যায় না। যদিও তৃণমূলের দাবি, সব দিকে দৃষ্টি রেখে আগামী দিনে জেলার উন্নয়নকে তরান্বিত করতে সঠিক ভাবেই বাজেট তৈরি করেছে।জেলা পরিষদের বিরোধী দল নেতা ফরওয়ার্ড ব্লকের সায়েদ সিদ্দিকি বলেন, এবারের জেলা পরিষদের বাজেটে শিক্ষা, কৃষি, মৎস্য সহ অনকে স্থায়ী সমিতির জন্যেই সামান্য টাকা বরাদ্দ হয়েছে। যেহেতু ওরা সংখ্যাগরিষ্ঠ তাই এসব করছে। বাজেটে সব দপ্তরে সমবণ্টন হয়নি। বিজেপির জেলা পরিষদ সদস্য কমল সরকার বলেন, বাজেটে সমস্ত স্থায়ী সমিতিগুলির জন্য সঠিক ভাবে টাকা ধরা হয়নি। আমরা এই বাজেটে খুশি নই। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *