মালদায় লিটল ম্যাগ মেলায় সম্বর্ধিত গোপাল লাহা
1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-সম্প্রতি উত্তরবঙ্গের মালদায় দ্বিতীয় বর্ষ মালদা জেলা লিটল ম্যাগ মেলার উদ্বোধন হয়।উদ্বোধন করেন কবি জহর সেন মজুমদার ও কথা সাহিত্যিক নলিনী বেরা ।উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ডক্টর রাধা গোবিন্দ ঘোষ, অনিক রুদ্র, শিবাশীষ মুখোপাধ্যায় এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অধ্যাপক বিকাশ রায়। মেলায় ৫০টির অধিক লিটিল ম্যাগের স্টল বসে।মেলায় একটি স্মরণিকা প্রকাশিত হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্মরণিকার উদ্বোধন করেন কবি তৃপ্তি শান্তা ও প্রশান্ত গুহ। লিটিল ম্যাগ মেলায় বিশিষ্ট বুদ্ধিজীবী ও সাহিত্যিক পুষ্প জিৎ রায় লিটলম্যাগ সম্পাদক হরিচরণ সরকার মন্ডল, কবি দেবযানী চক্রবর্তী ও লিটিল ম্যাগ গবেষক ও কবি গোপাল লাহাকে লিটিল ম্যাগ মেলার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।লিটল ম্যাগ মেলার সাহিত্য আসরে সাহিত্য,সমাজ ও শিক্ষার উপর বক্তব্য রাখেন অধ্যাপক বিকাশ রায় , শিবাশিস মুখোপাধ্যায় এবং অনিক রুদ্র।স্বরচিত কবিতা পাঠ করেন অনিতা দত্ মিশ্র,মনিদীপা নন্দী বিশ্বাস,পার্থ বসু,প্রশান্ত গুহ মজুমদার,শর্মিষ্ঠা বিশ্বাস ও শুভ্রা মুখার্জি।শেষে চলচিত্র বিষয়ের উপর আলোচনা করেন ব্রতীন সরকার,জহর সেন মজুমদার,সেলিম মল্লিক ও শিবাশীস মুখোপাধ্যয়।লিটল ম্যাগ মেলা চলে দুইদিন ধরে।দুই দিনের লিটল ম্যাগ মেলায় প্রচুর মানুষের ভীড় হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});