বর্ষীয়ান কবি ও সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত পরলোকে
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–বৃহষ্পতিবার রাত ৯-৩০শে উত্তর দিনমজুর জেলার কালিয়াগঞ্জের রায়কলোনীর বিশিষ্ট বর্ষীয়ান কবি ও দোপাটি পত্রিকার সম্পাদক দুরারোগ্য রোগে কিছুদিন অসুস্থ থাকার পর প্রয়াত হলেন।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৭বছর।মৃত্যুকালে সুশান্তবাবু স্ত্রী ও একটি কন্যা রেখে গেছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
৭০ রের দশক থেকে প্রয়াত সুশান্ত দাশগুপ্ত তার পাক্ষিক পত্রিকা দোপাটি সুনামের সাথে চালানোর সময় থেকেই কবিতা লিখে বিভিন্ন পত্র পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশ করেছেন।বিশিষ্ট কবি হিসেবে তিনি বিভিন্ন সংস্থা থেকে পুরষ্কৃত হয়েছেন।সুশান্ত দাসগুপ্তের মৃত্তুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক তপন চক্রবর্তী ও সাংবাদিক রাধিকা রঞ্জন দেবভূতি সুশান্ত দাসগুপ্তকে শেষ শ্রদ্ধা জানিয়ে আসেন।
কবি ও সাংবাদিক সুশান্ত দাশগুপ্তের মৃত্যুর সংবাদ শোনার পর উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র গভীর শোক প্রকাশ করেছেন। কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের জন্ম লগ্ন থেকেই সুশান্ত বাবু সদস্য ছিলেন।শুক্রবার সকালে কালিয়াগঞ্জ শান্তি কলোনীর পৌর শ্মশানে তার শেষ কৃত্য সম্পন্ন হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});