ইসলামপুর হাইস্কুলে আলোকচিত্র প্রদর্শনী-
1 min read
সুশান্ত নন্দী-– একদল তরুণ তুর্কি আলোকচিত্রীদের নিয়ে ইসলামপুর হাই স্কুলে শুরু হলো আলোকচিত্র প্রদর্শনী। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা এই প্রদর্শনীতে অংশ নেয়। তাই এই প্রদর্শনীকে ঘিরে প্রাক্তনীদের উচ্ছ্বাস ছিল রীতিমতো মনে রাখার মতন। সংস্থার তরফে রাজু দাস ও সুদীপ্ত ভৌমিক জানান, তারা মোট ছয়জন এই বিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া অংশ নেন এই প্রদর্শনীতে। বর্তমান খুদে পড়ুয়াদের ফোটোগ্রাফির প্রতি উৎসাহ বৃদ্ধি করতেই তাদের মূলত এই উদ্যোগ বলে জানান তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ সলিম উদ্দিন বলেন, প্রাক্তন ছাত্ররা এই বিষয়ে এগিয়ে এলে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এতে তাদের বিদ্যালয়ে উৎসবের উৎকর্ষ বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন তিনি। এই প্রথম অন্যান্য মডেল প্রদর্শনী, অংকন প্রদর্শনীর পাশাপাশি আলোকচিত্র প্রদর্শনী স্থান পাওয়ায় তা উৎসবের আকার নিয়েছে। পড়ুয়ারা সেখানটায় দর্শক হিসেবে উপস্থিত হয় এবং বিশেষ করে মোবাইল ফটোগ্রাফির জন্য আগ্রহ প্রকাশ করে। এমনকি ওদের মধ্যে অনেকেই শিখতে চায় ফটোগ্রাফির কৌশল। উল্লেখ্য, ওই প্রাক্তন ছাত্ররা প্রত্যেকে ইসলামপুরের নর্দান ফোটোগ্রাফি সোসাইটির সঙ্গে যুক্ত।তাদের কাছে বর্তমানের পড়ুয়ারাও যে কিছু শিখতে চায় তা তাদের ভাবনাতেই পরিষ্কার।