December 23, 2024

কালিয়াগঞ্জের খেলাধুলার উন্নয়নে সরকার থেকে আটটি ক্লাব পেল দুই লক্ষ করে টাকা

1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–রাজ্যের ক্রীড়া দপ্তর উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের আটটি ক্লাবকে খেলা ধুলার উন্নয়নে প্রত্যেককে দুই লক্ষ করে টাকা সাহায্য দিল বলে জানালেন কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি তথা কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল।
শুক্রবার এক সাক্ষাৎকারে কার্তিক চন্দ্র পাল বলেন আমাদের মা মাটি মানুষের সরকার বিভিন্ন ক্লাব গুলোতে যাতে এলাকার ছেলে মেয়েরা খেলা ধুলায় উৎসাহিত হতে পারে সেই কারণেই এই আর্থিক সাহায্য দিল বলে জানান।কালিয়াগঞ্জ শহরের যে সমস্ত ক্লাব গুলি দুই লক্ষ করে টাকা সাহায্য পেল তার মধ্যে যথাক্রমে প্রতিবাদ ক্লাব,ত্রিধারা ক্লাব,শেঠ কলোনি ঐক্য সম্মিলনী, ক্লাব অগ্নিবীণা,ইয়ং স্পোর্টিং,চলন্তিকা ক্লাব,নেতাজী স্পোর্টিং ক্লাব ও ইয়ুথ ক্লাব।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পতি বলেন আমরা লক্ষ রাখবো কোন কোন ক্লাব প্রতিদিন খেলাধুলার ব্যাপারে কে কতটা কাজ করছে।কালিয়াগঞ্জ শহরের আটটি ক্লাব এক সাথে দুই লক্ষ করে টাকা পাওয়ায় সবাই খুশি।কালিয়াগঞ্জ ত্রিধারা ক্লাবের সম্পাদক সুজিত সরকার বলেন আমাদের ক্লাব দীর্ঘ দিন ধরেই খেলা ধুলার সাথে যুক্ত।এই অর্থ পাবার ফলে আমরা আরো কিছু করতে পারবো বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *