হেমতাবাদ ব্লকের অন্তর্গত মহীপুর গ্ৰামের বাসিন্দা মোবারক হুসেন পেল উওর দিনাজপুর জেলার যুব কংগ্রেস ওয়ার্কার্স এর দায়িত্ব
1 min read
উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের অন্তর্গত মহীপুর গ্ৰামের বাসিন্দা মোবারক হুসেন পেল উওর দিনাজপুর জেলার যুব কংগ্রেস ওয়ার্কার্স এর দায়িত্ব পশ্চিম বঙ্গ যুব কংগ্রেস ওয়ার্কার্স এর সভাপতি সুপ্রদিপ সেনের হাত থেকে পেল
এই দায়িত্ব প্রদেশ যুব কংগ্রেস ওয়ার্কার্স এর সহ সভাপতি মোঃ মামুন রেজা হেমতাবাদে নিজের বাড়ি ফিরেছেন মালদা থেকে এখন তিনি বাড়িতেই থাকবেন বলে জানা গিয়েছে
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনি জানান আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই আমরা আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস ওয়ার্কার্স অরগেনাইসন টি মুজবুত করছি অতি সত্বর আমরা উত্তর দিনাজপুরের সমস্ত ব্লকে ব্লকে ঘুরে আমাদের অরগেনাইসন এর কমিটি গঠন করব এবং লোকসভা নির্বাচনে যতদূর সম্ভব আমাদের দলিও পার্থির সহযোগিতা করব সোস্যাল মিডিয়া সহ আমরা বুথে বুথে ঘুরে কংগ্রেসের হয়ে ভোট চাইবো এবং আমরা অতিসত্বর আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস ওয়ার্কার্স অরগেনাইসন এর একটি সম্মেলন হেমতাবাদে করব ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});