কালিয়াগঞ্জ পৌরসভা কর্তৃক সম্বর্ধিত কালিয়াগঞ্জের নুতন আই সি শ্রীমন্ত বন্দোপাধ্যায়
1 min read
তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর--শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার নতুন আই সি শ্রীমন্ত বন্দোপাধ্যায়কে সম্বর্ধনা জানালো কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল।এক প্রশ্নের উত্তরে কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা কার্তিক চন্দ্র পাল জানান কালিয়াগঞ্জ থানার আই সি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়কে দুটি কারনের জন্য পৌর সভার পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হল।প্রথম কারন অবশ্যই তাকে রাজ্য পুলিশ প্রশাসন পুনরায় কালিয়াগঞ্জের জন্য পাঠিয়ে দিয়েছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অপর কারণটি হল কালিয়াগঞ্জ থানার উন্নয়ন যে ভাবে তিনি করে চলে গিয়ে ছিল যার ফল স্বরূপ কালিয়াগঞ্জ থানা রাজ্যের মধ্যে সেরা থানার শিরোপা লাভ করে কালিয়াগঞ্জের সুনাম যে ভাবে সারা রাজে ছড়িয়ে দিয়েছে তা এক কথায় অসাধারন।২০১৫-১৬সালে তিনি কালিয়াগঞ্জ থানার সব দিক দিয়ে যে ভাবে উন্নয়ন করেছেন কালিয়াগঞ্জের মানুষ তা চীরদিন মনে রাখবে।
কালিয়াগঞ্জ থানায় পৌর পিতার সাথে সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পৌরপতি বসন্ত রায়, কার্যনির্বাহী আধিকারিক জনার্দন বর্মন,পৌর সভার সমস্ত কমিশনারগন সহ বিশিষ্ট ব্যাক্তিগন।সম্বর্ধনা পেয়ে কালিয়াগঞ্জ থানার আই সি শ্রীমন্ত বন্দোপাধ্যায় বলেন তাকে কালিয়াগঞ্জের মানুষ যে ভালোবাসা আজ দিল তা মনে থাকবে সাথে সাথে কাজের দায়িত্বও অনেক বেড়ে গেল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});