December 23, 2024

উত্তর দিনাজপুর জেলা সর্বকালীন রেকর্ড করেছে চলতি আর্থিক বর্ষে ১০০ দিনের কাজে

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

উত্তর দিনাজপুর জেলা সর্বকালীন রেকর্ড করেছে  চলতি আর্থিক বর্ষে ১০০ দিনের কাজে । এখনও পর্যন্ত জেলায় ৭০ লক্ষেরও বেশি শ্রম দিবস তৈরি হয়েছে এই আর্থিক বছরে । জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এর আগে এই জেলায় এত পরিমাণে শ্রম দিবস তৈরি হয়নি বলে ।৬৫ লক্ষ শ্রম দিবস তৈরির লক্ষ্য নিয়ে কাজ শুরু করা হয়েছিল  জেলায় এবার । সেই লক্ষ্যমাত্রা ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত জেলায় গড় শ্রম দিবস প্রায় ৫৯। আগামী মার্চ মাস পর্যন্ত জেলায় ১০০ দিনের কাজ করার পর জেলায় শ্রম দিবসের সংখ্যা আরও বাড়বে বলে জেলা প্রশাসন দাবি করেছে। জেলায় প্রতিমাসে কাজের মনিটরিংয়ের পাশাপাশি ১০০ দিনের কাজের মাধ্যমে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করায় এত বিপুল পরিমাণ কাজ জেলায় করা গিয়েছে বলে জানা গিয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 জেলার ১০০ দিনের কাজের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শুভ্রজিৎ গুপ্ত বলেন, আমাদের জেলায় ১০০ দিনের কাজ প্রকল্পে শ্রম দিবস তৈরির যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল তা ছাড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত যা কাজ হয়েছে এবং আরও কয়েক দিন যা কাজ হবে তাতে আশা করা যাচ্ছে যে মার্চ মাসের শেষে গিয়ে ৭৫ লক্ষের কাছাকাছি শ্রম দিবস ও ৬০-র বেশি গড় শ্রম দিবস তৈরি করা সম্ভব হবে। জেলাশাসক অরবিন্দ কুমার মিনার তত্ত্বাবধানে এই কাজ হয়েছে।জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চলতি ২০১৮-১৯ আর্থিক বর্ষে উত্তর দিনাজপুর জেলায় এপ্রিল মাস থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১০০ দিনের কাজের মাধ্যমে ৭০ লক্ষের বেশি শ্রম দিবস তৈরি হয়েছে। গত আর্থিক বর্ষে ৬৮ লক্ষ শ্রম দিবস তৈরি হয়েছিল। পাশাপাশি গত আর্থিক বর্ষে জেলায় গড় শ্রম দিবস তৈরি হয়েছিল ৫২। সেখানে চলতি আর্থিক বর্ষে এখনও পর্যন্ত জেলায় গড় শ্রম দিবস তৈরি হয়েছে ৫৮। চলতি আর্থিক বর্ষে এখনও পর্যন্ত জেলায় মোট ১ লক্ষ ২১ হাজার পরিবার কাজ পেয়েছে।জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার বিভিন্ন প্রান্তে পুকুর খোঁড়া, বাঁধ তৈরি ও সংস্কারের কাজ করা, খাল সংস্কার করা, গাছ লাগানো প্রভৃতি কাজ করা হয়েছে। এছাড়াও ১০০ দিনের কাজের মাধ্যমে বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে তার কাজ করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য দপ্তরের সঙ্গে বিভিন্ন ধরনের কনভারজেন্স স্কিম গ্রহণ করে জেলায় ১০০ দিনের কাজ করা হয়েছে। এই সমস্ত কাজ সঠিকভাবে চলছে কি না তা খতিয়ে দেখতে প্রতি মাসে মনিটরিং করা হয়েছে। বিডিও, গ্রাম পঞ্চায়েতদের সঙ্গে আলোচনা করা, কাজের গতি প্রকৃতি সর্ম্পকে নিয়মিত খোঁজ খবর করার ফলে চলতি আর্থিক বর্ষে শ্রম দিবস ও গড় শ্রম দিবস সৃষ্টির নিরিখে জেলায় ১০০ দিনের কাজ বিগত দিনের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *