কোনও চাপেই রায়গঞ্জ লোকসভা আসন হাতছাড়া করবে না কংগ্রেস
1 min read
বুধবার
কলকাতায় প্রদেশ
কংগ্রেস দপ্তরে
গিয়ে সভাপতি
সোমেন মিত্রের
কাছে একথাই
জানিয়ে এসেছে
উত্তর দিনাজপুর
জেলা কংগ্রেস
নেতৃত্ব। কোনও
চাপেই রায়গঞ্জ
লোকসভা আসন
হাতছাড়া করবে
না কংগ্রেস।
ওই দিন
কংগ্রেসের প্রায়
১৫ জনের
একটি প্রতিনধিদল জেলা
কংগ্রেস সভাপতি
মোহিত সেনগুপ্তর
নেতৃত্বে প্রদেশ
কংগ্রেস সভাপতির
সঙ্গে দেখা
করে। সেখানেই
রায়গঞ্জ লোকসভা
আসনে দীপা
দাশমুন্সিকে প্রার্থী
চেয়ে আবেদন
করা হয়েছে।
কলকাতায় প্রদেশ
কংগ্রেস দপ্তরে
গিয়ে সভাপতি
সোমেন মিত্রের
কাছে একথাই
জানিয়ে এসেছে
উত্তর দিনাজপুর
জেলা কংগ্রেস
নেতৃত্ব। কোনও
চাপেই রায়গঞ্জ
লোকসভা আসন
হাতছাড়া করবে
না কংগ্রেস।
ওই দিন
কংগ্রেসের প্রায়
১৫ জনের
একটি প্রতিনধিদল জেলা
কংগ্রেস সভাপতি
মোহিত সেনগুপ্তর
নেতৃত্বে প্রদেশ
কংগ্রেস সভাপতির
সঙ্গে দেখা
করে। সেখানেই
রায়গঞ্জ লোকসভা
আসনে দীপা
দাশমুন্সিকে প্রার্থী
চেয়ে আবেদন
করা হয়েছে।
রায়গঞ্জ লোকসভা
আসন নিয়ে
সিপিএম আগেই
অনড় অবস্থান
নিয়েছে। উদ্ভুত
পরিস্থিতে কংগ্রেসও
এই আসনে
তাঁদের প্রার্থী
দেওয়ার বিষয়ে
অনড় রয়েছে।
জেলা কংগ্রেস
সূত্রে জানা
গিয়েছে, কেন
এই আসনে
কংগ্রেস প্রার্থী
দিতে চায়
সেই ব্যাখ্যাও
প্রদেশ কংগ্রেস
সভাপতির কাছে
দেওয়া হয়েছে। জেলা কংগ্রেস সভাপতি মোহিতবাবু বলেন, রায়গঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী দেবে। এই বিষয়টি প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকে জানানো হয়েছে। তিনি স্পষ্ট বলেছেন রায়গঞ্জ ও মুর্শিদাবাদ লোকসভা আসন দু’টি রেখেই জোটের বিষয়ে কথা হবে। জোট নিয়ে একটা জটিলতা তৈরি হওয়াতেই আবার নতুন করে এই আবেদন
করা হয়েছে। জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক পবিত্র চন্দ বলেন, আমরা জেলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল মোহিত সেনগুপ্তের নেতৃত্বে প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে দেখা করেছি। সেখানে রায়গঞ্জ লোকসভা আসন এবং ওই কেন্দ্রে দীপা দাশমুন্সিকে প্রার্থী করার আবেদন জানানো হয়েছে। রায়গঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী দিলে কী কী সুবিধা হবে
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জেলা কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, বুধবার জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত, সাধারণ সম্পাদক পবিত্র চন্দ, মিহির দাশগুপ্ত, লিয়াকৎ আলি, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য পোপীনাথ বাজাজ, রায়গঞ্জ টাউন কংগ্রেস সভাপতি গৌতম দাস, ইসলামপুর টাউন কংগ্রেসের সভাপতি মুজফ্ফর আহমেদ সহ মোট ১৫ জনের একটি দল কলকাতায় সোমেন মিত্রের সঙ্গে দেখা করে। সেখানেই রায়গঞ্জ লোকসভা আসনটিতে যাতে কংগ্রেস প্রার্থী দেয় সেবিষয়ে আবেদন জানান তাঁরা। বিগত দিনে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের দুর্গ বলে পরিচিত ছিল। কংগ্রেসের দাবি, জেলার চারটি পুরসভা কিছুদিন আগেও তাদের দখলে ছিল।
এরমধ্যে বেশকয়েক জায়গায় দলবদলের মধ্যে দিয়ে তৃণমূল সেসব দখল করে নেয়। অপরদিকে, জেলার বেশকয়েকটি পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের দখলে ছিল। পরবর্তীতে সেগুলিও তাদের হাতছাড়া হয়। তবে জেলার দু’টি বিধানসভা কেন্দ্র এখনও তাদের হাতে রয়েছে। কংগ্রেসের দাবি, সঠিকভাবে নির্বাচন হলে ওসব জায়গায় তাদের ফল ভালো হবে। এবিষয়গুলি প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সামনে ওই দলটি তুলে ধরেছে। গত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ আসনে বাম প্রার্থী সিপিএমের মহম্মদ সেলিম জয়ী হন। তিনি কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সিকে পরাজিত করেছিলেন। ফলে বামেরা চাইছে এই আসনে তাদের প্রার্থীকে দাঁড় করাতে। এদিকে কংগ্রেস স্পষ্ট বুঝতে পেরেছে এই লোকসভা নির্বাচনে যদি তারা প্রার্থী দিতে না পারে তাহলে জেলার রাজনীতিতে তাদের রাজনৈতিক গুরুত্ব কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেকারণেই কংগ্রেস এবার এই আসনটি হাতছাড়া করতে নারাজ। কংগ্রেসের দাবি, এই আসনে দীপা দাশমুন্সিকে প্রার্থী করেই তাঁরা আসন্ন লোকসভা নির্বাচনে লড়াই করতে চাইছে। আর এর ফলে রায়গঞ্জ লোকসভা আসনটিতে চতুর্মুখী লড়াইয়ের সম্ভবনা স্পষ্ট হয়ে উঠছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});