December 23, 2024

পশ্চিমবঙ্গের প্রথম নাট্য উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধন হলো বালুরঘাটে

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তুহিন শুভ্র মন্ডল বালুরঘাট   নাটক ও সংস্কৃতির শহর হিসাবে সর্বস্বীকৃত।সমগ্র দিনাজপুরেরই নাট্য-  সংস্কৃতিতে পরিচয় সুবিদিত।সেই জায়গায় আরও একটি পালক সংযোজিত হলো যখন আজ বহু প্রতীক্ষিত নাট্য উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন মন্ত্রী গৌতম দেব। সমগ্র পশ্চিমবঙ্গের বুকেই প্রথম এই নাট্য উৎকর্ষ কেন্দ্রের কাজ  স্টেট- অব- দি- আর্ট মানের।এখানে রয়েছে সমগ্র এশিয়ারই প্রথম এই ধরণের ব্ল্যাক বক্স থিয়েটারের প্রয়োগ- বললেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নাট্য ব্যক্তিত্ব তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ অর্পিতা ঘোষ।নাট্য উৎকর্ষ কেন্দ্র নির্মাণের প্রথম দিন থেকে যিনি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন।অনুষ্ঠান শুরু হয় সৃজনকথার শিল্পী বিমান দাসের পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক রক্তকরবীর নাটকের গান দিয়ে।

 পশ্চিমবঙ্গ সরকারের যে দপ্তরের অর্থানুকূল্যে এই অসামান্য নাট্য উৎকর্ষ কেন্দ্রটি নির্মিত হয়েছে তার পক্ষ থেকে রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা এবং ভাইস চেয়ারম্যান বিপ্লব মিত্র ।তাদের মূল্যবান বক্তব্যে বারবার উল্লিখিত হয়  বালুরঘাট তথা সমগ্র দক্ষিণ দিনাজপুরের থিয়েটার- সংস্কৃতির কথা। এই নাট্য উৎকর্ষ কেন্দ্রের  মাধ্যমেই এই কথা আরও বেশী করে সমগ্র ভারতবর্ষের মানুষ জানবে এমন আশাও প্রকাশ করেন তারা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক  ( সাধারণ)  কৃত্তিবাস নায়েক,জেলা তথ্য ও সংস্কৃতি আদমধিকারিক শান্তনু চক্রবর্তী,চাইল্ড ওয়েলফেয়ার  কমিটির চেয়ারম্যান দেবাশীষ মজুমদার,  পাবলিক প্রসিকিউটার সুভাষ চাকি, প্রাক্তন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ অন্য বিশিষ্টরা।রোমান অ্যাম্ফিথিয়েটারের মত ওপেন থিয়েটার স্পেস, দর্শকাসন, আবাসিক নাট্য-  শিক্ষার্থীদের থাকার সু- ব্যবস্থা সহ বালুরঘাটের এই নাট্য উৎকর্ষ কেন্দ্র একটা উদাহরণ হয়ে থাকল অতিথি এবং উপস্থিত নাট্য সংস্কৃতিপ্রেমী মানুষদের কথায় লেগে থাকলো তার রেশ।নাট্য উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধক বর্তমান পর্যটন মন্ত্রী গৌতম দেব উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী থাকাকালীনই এই প্রকল্পের সূচনা হয়েছিল।তিনি উদ্বোধকের ভাষন প্রদান করে বলেন এই নাট্য উৎকর্ষ কেন্দ্র একটা সম্পদ।আগামীতে এখানে  নাট্য উৎসবও অনুষ্ঠিত হবে।সমগ্র পশ্চিমবঙ্গের নাট্য শিল্পীরা এখানে তাদের থিয়েটার- সংস্কৃতির চর্চা ও চর্যা প্রবহমান রাখবে অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিক দের নিয়ে ব্ল্যাক বক্স থিয়েটারের ব্যাখ্যা করতে গিয়ে রবীন্দ্রনাথের স্ত্রীর পত্রের একটি অংশ অভিনয় করেন নাট্য অভিনেত্রী অর্পিতা ঘোষ।সোস্যাল মিডিয়াতেও নাট্য উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধনের পর্বে  শিল্পী  নুপুর হোড়,সন্তু রায়, সুমন্ত সাহা সহ অনেকে শুভেচ্ছা জানান।বালুরঘাটে নির্মিত নাট্য উৎকর্ষ কেন্দ্র সমগ্র পশ্চিমবঙ্গের নাট্য শিল্পীদের একটা গর্বের বিষয় হয়ে থাকলো যা আগামীতে হয়ে উঠবে থিয়েটার – সংস্কৃতির এক অনন্য আর্কাইভ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *