কালিয়াগঞ্জের প্রতীতিতে ঐতিহাসিক ভাষা আন্দোলন নিয়ে আলোচনাঃ
1 min readতপন চক্রবর্তী—উত্তর দিনাজপুর— সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্কুল পাড়ায় অবস্থিত কালিয়াগঞ্জের বিধায়ক অধ্যাপক প্রমথ নাথ রায়ের বাড়িতে প্রতীতির সাহিত্য আসর বসে।৪২তম বর্ষের দশম অধিবেশনের আলোচনার মূল বিষয় ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক সোলেমান মোল্যা।মূল বিষয় আলোচনার পূর্বে বিধায়ক অধ্যাপক প্রমথ নাথ রায় তার বক্তব্যে বলেন অনেক শহীদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা মাতৃভাষার স্বীকৃতি পেলেও আমরা তার সঠিক লালন পালনে ব্যার্থ।কারন আমরা প্ৰতি বছর ২১শে ফেব্রুয়ারী ঘটে করে পালন করলেও সারাটি আমরা আমাদের ছেলেমেয়েদের ইংরেজী মিডিয়াম বিদ্যালয়ে ভর্তি করবার জন্য বিভিন্ন বিদ্যালয়ে লাইন দিয়ে থাকি।২১শে ফেব্রুয়ারীর ভাষা আন্দোলন এই জন্য হয়নি।বিশেষ অতিথি সোলেমান মোল্যা বলেন বাংলা ভাষা মাতৃ দুগ্ধ সমান আমরা বললেও কথার সাথে আমাদের কাজের অনেক ফারাক থেকেই যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কালিয়াগঞ্জ ভ্রাম্যমাণ সাহিত্য সংস্থা প্রতীতির সভাপতি তপন কুমার চক্রবর্তী আন্তর্জাতিক মাতৃ ভাষা আন্দোলন নিয়ে মূল আলোচনা করতে গিয়ে তিনি নানান তথ্য সম্বলিত বিষয়বস্তু সবার সামনে তুলে ধরেন।যে আলোচনার মাধ্যমে উপস্থিত সবাই অনেক অজানা তথ্য জানতে পারে।সংস্থার সভাপতি তপন কুমার চক্রবর্তীর আলোচনা সবাইকে সমৃদ্ধ করতে সক্ষম হয়।অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন মহুয়া আইচ ও ধীতশ্রী রায়।মূল আলোচনার উপর আলোচনা করেন ডঃ কাঞ্চন দে, রাজ কুমার জাজদিয়া রবীন্দ্র নাথ কুন্ডু।অনুষ্ঠানে কবিতা পাঠ করে শোনান ধীতশ্রী রায়,অজিত ঘোষ।সুন্দর আবৃত্তি করে সবাইকে মুগ্ধ করে মধু ছন্দা দত্ত।প্রাচী নন্দী আবৃত্তিপরিবেশন করে সবাইকে আনন্দ দিতে পেরেছে।অপর দিকে প্রাপ্তি রায় নৃত্য পরিবেশন করে আগামী দিনে একজন প্রতিষ্ঠিত নৃত্য শিল্পী হতে যাচ্ছে তা নিঃসন্দেহে বলা যেতে পারে।অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সংস্থার যুগ্ম সম্পাদক প্রদীপ রায় যে সুন্দর ভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন তা এক কথায় প্রশংসার দাবি রাখে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});