December 23, 2024

৫ টি সাপ উদ্ধারে চাঞ্চল্য রায়গঞ্জে

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তন্ময়  দাস, রায়গঞ্জ :দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার হেলঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার এই বার্তা কে সাথে নিয়ে সকলের  পাশে ছড়িয়ে  পড়ছে  উত্তর দিনাজপুর  পিপলস  ফর অ্যনিমল এর সদ্যরা, উত্তর দিনাজপুর জেলার  রায়গঞ্জ শহরের কানাইপুর এলাকায় সাপের আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসল শতাধিক মানুষ। শনিবার সকাল ১০ টা নাগাদ এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছরিয়ে পরে এলাকায় ।

 পরে উত্তর দিনাজপুর পিপলস্ ফর অ্যানিমেলস-এর প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী রক্তিম সরকার এবং তনয় বিশ্বাস গিয়ে ৫ টি সাপ উদ্ধার করে নিয়ে যায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এলাকার বাসিন্দা প্রবির সরকারের বাড়িতে ১ টি সাপ প্রথম দেখতে পায় পরিবারের সদস্যরা। আতঙ্কিত হয়ে পড়ে তারা। বাড়ির লোকেদের চিৎকারে আশপাশের বাসিন্দারা ছুটে আসে প্রবির বাবুর বাড়িতে।দিশেহারা হয়ে গ্রামবাসী  পিপলস্ ফর অ্যানিমেলসের সদস্যদের খবর দেন।
 খবর পাওয়া মাত্র সংগঠনের সদস্যরা ছুটে আসেন। তারা প্রায় এক ঘন্টার চেস্টায় এক এক করে পাটের গোডাউন থেকে ৫টি  সাপ উদ্ধার করেন। প্রবিরবাবু জানান, পাট বিক্রি করার জন্য পাট সরালে সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা।বিষয়টি জানাজানি হতেই এলাকার মানুষ ছুটে আসেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 তবে পিপলস্ ফর অ্যানিমেলস-এর সদস্যরা যথেষ্ট তৎপরতার সঙ্গে সাপগুলি উদ্ধার করেছেন। সংস্থার সম্পাদক গৌতম তান্ত্রিয়া বলেন, খবর পাওয়া মাত্র আমাদের সংস্থার সদস্যরা ছুটে যায়। সাপগুলিকে বন দপ্তরের সহযোগিতায় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *