প্রেমানন্দে বাহু তুলে বাতাসা দিলেন পৌরপতি কাতিক চন্দ্র পাল
1 min read
তন্ময় চক্রবত্তী দুই হাত তুলে বলরে কৃষ্ণ নাম,পূর্বের
তোর সকল মনস্কাম।আজ প্রেমানন্দে বহু তুলে নাচ রে
মন কৃষ্ণ বলে।হ্যা আজ সেই প্রেমানন্দে দুই হাত তুলে সকলের হাতে
বাতাসা দিলেন উত্তর দিনাজপুর জেলার জনপ্রিয় কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কাতিক চন্দ্র পাল।আজ তিনি কালিয়াগঞ্জের বৃন্দাবন ধাম বলে বিখ্যাত সেই মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরে মহানাম কীর্তন চলার সময় আসেন কোন রাজনীতির বেশে নয় একে বারে আর পাঁচজনের মতো ভক্ত বৃন্দের
বেশে।
তোর সকল মনস্কাম।আজ প্রেমানন্দে বহু তুলে নাচ রে
মন কৃষ্ণ বলে।হ্যা আজ সেই প্রেমানন্দে দুই হাত তুলে সকলের হাতে
বাতাসা দিলেন উত্তর দিনাজপুর জেলার জনপ্রিয় কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কাতিক চন্দ্র পাল।আজ তিনি কালিয়াগঞ্জের বৃন্দাবন ধাম বলে বিখ্যাত সেই মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরে মহানাম কীর্তন চলার সময় আসেন কোন রাজনীতির বেশে নয় একে বারে আর পাঁচজনের মতো ভক্ত বৃন্দের
বেশে।
হাজার হাজার মানুষের সামনে তিনি নিজে মন্দিরে প্রণাম করে মন্দির ঘুরে ঘুরে বাতাসা দিলেন ভক্ত বৃন্দদের কাছে।পৌরপতি কাতিক পাল কে এব্যাপারে প্রশ্ন করলে
তিনি বলেন,কালিয়াগঞ্জের মানুষ সবসময় তার ভালো চায় তাই তিনিও কালিয়াগঞ্জ বাসীর মঙ্গলের জন্য কালিয়াগঞ্জের বৃন্দাবন
ধামে গিয়ে পূজো দিলেন আর ভক্ত বৃন্দের উদ্দেশ্যে বাতাসা ছিটালেন।
তিনি বলেন,কালিয়াগঞ্জের মানুষ সবসময় তার ভালো চায় তাই তিনিও কালিয়াগঞ্জ বাসীর মঙ্গলের জন্য কালিয়াগঞ্জের বৃন্দাবন
ধামে গিয়ে পূজো দিলেন আর ভক্ত বৃন্দের উদ্দেশ্যে বাতাসা ছিটালেন।
দিনের
হাজারো ব্যাস্ত সময়ের মাঝে তিনি ভুলেন নি বৃন্দাবন
ধামে আসার ব্যাপারে। এদিকে কালিয়াগঞ্জের বৃন্দাবন ধামে পৌরপতি কে কাছে পেয়ে এর মাঝেও ভক্তরা ভুলেন
নি তাদের প্রয়োজনীয় কথাও সেরে নিতে ।
হাজারো ব্যাস্ত সময়ের মাঝে তিনি ভুলেন নি বৃন্দাবন
ধামে আসার ব্যাপারে। এদিকে কালিয়াগঞ্জের বৃন্দাবন ধামে পৌরপতি কে কাছে পেয়ে এর মাঝেও ভক্তরা ভুলেন
নি তাদের প্রয়োজনীয় কথাও সেরে নিতে ।
তবে সব শেষে ভক্তদের মুখে হাসি । এর মানে কিছু বোঝা গেল ।এখানেও ভক্তদের
কিছুটা সমস্যার হয়তবা সমাধান করলেন তিনি।এদিকে আজকে যখন পৌরপতি বাতাসা ভক্তদের উদ্দেশ্যে বিতরণ করলেন তখন পাশ থেকে
তাকে যোগ্য সহযোগিতা করলেন তার বিশ্বস্থ্য চন্দন ঘোষ
সহ কয়েকজন।
কিছুটা সমস্যার হয়তবা সমাধান করলেন তিনি।এদিকে আজকে যখন পৌরপতি বাতাসা ভক্তদের উদ্দেশ্যে বিতরণ করলেন তখন পাশ থেকে
তাকে যোগ্য সহযোগিতা করলেন তার বিশ্বস্থ্য চন্দন ঘোষ
সহ কয়েকজন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আজকের শেষ দিনে মিনি বৃন্দাবন ধামে পৌরপতির উপস্থিতি অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তোলে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});