লক্ষ্মীর পেঁচা উদ্ধার
1 min read
পিয়া গুপ্তা রবিবার সকাল 9 টায় কালিয়াগঞ্জ এ উদ্ধার হল বিরলপ্রায় লক্ষ্মীর পেঁচা। জানা যায় রবিবার কালিয়াগঞ্জ স্কুল পাড়ায় উকিল দেবাশীষ মজুমদার এর বাড়িতে এই পেঁচা দেখতে পাওয়া যায়।
পেঁচা টি দেখতে পেয়ে প্রতিবেশী দের সহযোগিতায় তিনি তা উদ্ধার করেন। দেবাশীষ বাবু বলেন হঠাই তাদের বাড়ির উঠানে তিনি লক্ষী র পেঁচা দেখতে পান। পেঁচা টি দেখে প্রতিবেশী দের জানানো হলে তার বাড়ির পাশের দুই প্রতিবেশী শ্যাম কুন্ডু ও সন্তোষ বেঙ্গানির সহযোগিতায় পেঁচা টি উদ্ধার করেনপেঁচা উদ্ধার করে বন দপ্তরের কর্মীদের কাছে খবর দেন দে। পরে বন দপ্তরের কর্মীরা সেই পেঁচা নিয়ে চলে যান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});