উওর দিনাজপুর জেলা পুলিশ ও করণদিঘী থানা পুলিশের বড়ো সাফল্য
1 min read
প্রদিপ সিনহা;- উওর দিনাজপুর জেলা পুলিশ ও করণদিঘী থানা পুলিশের বড়ো সাফল্য , বিগত কয়েকদিন ধরে করণদিঘী থানার অন্তর্গত টুঙ্গীদিঘী ঘোষ পাড়ার , একটি নাবিলা মেয়ে নিখোঁজ ছিলো পরিবারের সদস্যরা করণদিঘী থানায় লিখিত অভিযোগে জানায় ,ও উওর দিনাজপুর মহিলা সমিতির দল নেত্রী সহ সেচ্ছাসেবী সংস্থা নাবালিকা মেয়েটির পরিবার পাশে দাঁড়ায় , উওর দিনাজপুর জেলা পুলিশ ও করণদিঘী থানার যৌথ উদ্যোগে তদন্তে নেমে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে , পুলিশ সূত্রে খবর নাবালিকা মেয়েটিকে অপহরণ করে বিহারের বালিয়াগঞ্জ থানার বিজরা গ্ৰামের আসালাদ নামের অভিযুক্ত যুবক , বিহার পুলিশ ও করণদিঘী থানার পুলিশ অপহরণ হওয়া নাবালিকা মেয়েটিকে বিহারের পাটনা থেকে উদ্ধার করে করণদিঘী থানায় নিয়ে আসে,
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অভিযুক্ত যুবক বিহার একাধিক অসামাজিক কাজকর্ম করে একাধিক মামলা রয়েছে তার , পুলিশ অভিযুক্ত যুবক গ্রেপ্তার করেছে তার জিঞ্জাসাবাদ শুরু করেছে , করণদিঘী পুলিশ সূত্রে খবর নাবালিকা মেয়েটি টুঙ্গিদিঘী ঘোষ পাড়ায় বাড়ি নাবালিকা মেয়েটি পাপিয়া ঘোষ (১৭) তিতপুকুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একাদশ শ্রেণীর ছাত্রী , এদিন পুলিশ নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে , পরিবার সহ উওর দিনাজপুর মহিলা সমিতির ও করণদিঘী সেচ্ছাসেবী সংস্থা সহ বুদ্ধিজীবী মানুষ সকলেই উওর দিনাজপুর জেলা পুলিশ ও করণদিঘী থানার পুলিশ আধিকারিকরা ধন্যবাদ জানিয়েছেন , এবং অভিযুক্ত যুবক বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন পরিবার সহ সকলেই , করণদিঘী পুলিশ অভিযুক্ত যুবক গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});