December 23, 2024

পথের আঁধারে আলোর জোয়ার মাথা উঁচু করে হাই মাস্ক।

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

জয়ন্ত বোস, বর্তমানের কথা।” দূরের আলোর হাতছানিতে,যাত্রা যখন আলোর পথে,পথের আঁধার, বাঁধার জোয়ার , চাচ্ছে শুধু থামিয়ে দিতে “। না আর থামবার নয়। আঁধারের বাঁধার জোয়ার কে থামিয়ে দিয়ে এখন আলোর জোয়ারে ভাসছে কালিয়াগঞ্জ পৌরসভার পৌর এলাকা। আরো ভাসবে। দীর্ঘদিনের পুরোনো শহর কালিয়াগঞ্জ। পৌর পরিষেবায় পৌর নাগরিকরা অনেক কিছুর দিক দিয়ে পিছিয়ে ছিলেন। জনগণের মৌলিক চাহিদার মধ্যে আলো একটি বিশেষ প্রয়োজনীয় জিনিস। কালিয়াগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের রাস্তার বাতি স্তম্ভে যে আলোক ব্যবস্থা ছিল তা এককথায় দেখলে মনে হতো ল্যাম্পপোস্টে হ্যারিকেন জ্বলছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 পৌরপতি কার্তিক পালের নেতৃত্বে বছর দুয়েক ধরে যখন তৃনমূল কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পৌর বোর্ড গঠন হলো সেদিন থেকে কালিয়াগঞ্জ পৌর শহরের বিভিন্ন স্তরের সার্বিক উন্নয়নের যে তোড়জোড় শুরু হয়েছে তার মধ্যে আলোর জোয়ার এক কথায় আঁধার জোয়ার কে সরিয়ে দিয়ে। উত্তর বঙ্গ উন্নয়ন পর্ষদের আর্থিক সহায়তায় প্রতিটি ওয়ার্ড জুড়ে রাস্তা, অলিগলিতে ল্যাম্পপোস্টে চলছে এল ই ডি আলোক ব্যবস্থা। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

আর এই সাথে চলছে  রবীন্দ্রনাথ ঠাকুরের ঐ তালগাছ কবিতার মতো হাই মাস্ক আলোক স্তম্ভের দ্বারা  আলোকসজ্জার কাজ। হাই মাস্ক এক পায়ে দাঁড়িয়েসব আঁধার ছাড়িয়েউঁকি মারে আকাশে।
 বাস্তব সত্য কালিয়াগঞ্জ পৌরসভার পৌর এলাকার সকল ওয়ার্ডে তিন চারটি করে হাই মাস্ক আলোতে এলাকা আলোকিত। কালিয়াগঞ্জ পৌর এলাকার নব উন্নয়নের কারিগর পৌর পতি কার্তিক পালের ঐকান্তিক প্রচেষ্টায় এবং মা মাটি মানুষের সরকারের বিভিন্ন দপ্তরের আর্থিক সহায়তায় এই উন্নয়নের চেহারা হাই মাস্ক আলোক ব্যবস্থাপনায় উজ্জ্বল থেকে আরো উজ্জ্বল হতে চলেছে এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ রাখে না।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *