December 23, 2024

জেলার ক্ষুদ্র পত্র পত্রিকায় বিজ্ঞাপনের দাবিতে তথ্য ও সংস্কৃতি আধিকারিকের নিকট ডেপুটেশন

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–রাজ্যের তথা ও সাংসকৃতি দপ্তর ভুলেই গেছে যে এই দপ্তরের অধীনে প্রচুর পরিমানে ক্ষুদ্র পত্র পত্রিকা আছে।বর্তমানে রাজ্য সরকার  ক্ষুদ্র পত্র পত্রিকাকে অর্থের অভাবে নাকি বিজ্ঞাপন দিতে পারছেনা।অথচ প্রতিদিন দৈনিক পত্রিকা খুললেই একই দিনে ছয় থেকে সাতটি আবার কোন কোন দিন আটটি বিজ্ঞাপন দিতে দেখা যাচ্ছে।বৃহষ্পতিবার রায়গঞ্জের বেশ কিছু ক্ষুদ্র পত্র পত্রিকার  সম্পাদক উত্তর  দিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের জেলা আধিকারিকের নিকট একটি ডেপুটেশন দেয়।
আট দফা দাবি সম্বলিত এই স্মারকলিপিতে দাবি করা হয়েছে জেলার পত্র পত্রিকা গুলির জন্য বিজ্ঞাপনের পরিমান দ্বিগুন এবং তা নিয়মিত ভাবে দিতে হবে।রাজ্য সরকারের সব বিজ্ঞাপন যাতে জেলা থেকে দেওয়া হয় তার জন্য জেলার সব সরকারি দপ্তরকে জানানোর ব্যবস্থা করা হোক।জেলার সব সাংবাদিককে  প্রেস কার্ড দেবার ব্যবস্থা করা হোক।সরকার স্বীকৃত সমস্ত সাংবাদিকদের স্বাস্থ্য বীমার আওতায় আনতে হবে।জেলার যেকোন ধরনের সরকারি অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র সমস্ত সাংবাদিকদের ব্যক্তিগত ঠিকানায় পাঠাতে হবে।সরকারি উন্নয়ন প্রকল্পের  অনুষ্ঠানের খবর প্রতিদিন প্রেস রিলিজ করে জানাতে হবে।বিজ্ঞাপনের বকেয়া বিল অবিলম্বে দেবার ব্যবস্থা করতে হবে।জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রানা দেবদাস সমস্ত দাবিগুলো মনযোগ সহকারে শোনার পর তিনি অধিকাংশ ব্যাপারেই সহমত পোষণ করেন। রানা দেবদাস  দাবিগুলো উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনের জন্য পাঠিয়ে দেবেন বলে জানান।ডেপুটেশনের নেতৃত্ব দেন সুদীপ চক্রবর্তী, অরুন চক্রবর্তী, তপন চৌধরী, সুকান্ত সরকার,রাধা মাধ্ব সাহা,অলক সরকার,সুব্রত সরকার,সুনীল চন্দ দেবেশ কান্তি চক্রবর্তী সহ বিশিষ্ট সাহিত্যিক কবি ও সাংবাদিকগন।জানা যায় উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাব,উত্তর দিনাজপুর প্রেস ক্লাব,উত্তরবঙ্গ ক্ষুদ্র পত্র পত্রিকা পরিষদের সদস্যরা সবাই একত্রিত হয়ে এই ডেপুটেশনে অংশগ্রহণ করেন।যা এর পূর্বে এই ধরনের ডেপুটেশনে কোন দিন দেওয়া হয়নি এবং দেখাও যায়নি।যা এক কথায় অভিনন্দনযোগ্য।জানা যায় এই ডেপুটেশনেও যদি কোন কাজ না হয় তাহলে এই দাবিগুলোর সনর্থনে বৃহত্তর আন্দোলনের সামিল হবেন বলে জানান উপস্থিত ক্ষুদ্র পত্র পত্রিকার  সম্পাদকগন কবি ও সাহিত্ত্বিকগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *