অার্থিক তছরূপের অভিযোগ, সুবিচার পেতে অাইনের দ্বারস্থ হস্তশিল্পী
1 min read
মঞ্জুরুল,কুশমন্ডি ৭ ই মার্চ : রাজ্যসরকারের অনুপ্রেরণায় হস্তশিল্প যখন অান্তর্জাতিক স্থানে খ্যাতি লাভ করেছে, ঠিক তখনিই এই হস্তশিল্পকে কেন্দ্র করে উঠে অাসল অার্থিক দূর্নিতির অভিযোগ। বর্তমান রাজ্য সরকারের অামলে হস্তশিল্প এক আধুনিক শিল্পের ছোঁয়া পেয়েছে।প্রসঙ্গত, কুশমন্ডি ব্লকের মহিষবাথান অঞ্চলের বাসিন্দা পেশায় হস্তশিল্পী তথা গ্রামীণ হস্তশিল্প সমবায়ের সম্পাদক পরেশ চন্দ্র সরকার অভিযোগ করেন যে, বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রের সৌন্দর্যায়নে মহিষবাথান হস্তশিল্প সমবায় সমিতি থেকে ১ লাখ ৭১ হাজার টাকা মূল্যের কাঠ, বাঁশের মুখোশ কেনেন কোলকাতার নাট্য – নির্দেশক তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ অর্পিতা ঘোষের বিশেষ ঘনিষ্ঠ,বিশিষ্ট নাট্য অভিনেত্রী কস্তূরী চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্বামী দেবেশ চট্টোপাধ্যায়।
যদিও এই অার্থিক লেনদেন বাকীতে হয়। তাছাড়া দেবেশ বাবু জানান এই টাকা সরকারিভাবে ও চেকের মাধ্যমে পরেশ বাবুকে পরিশোধ করবে। কিন্তু পরবর্তীকালে হস্তশিল্পী এই টাকা চাইলে টাকা দেবেনা বলে প্রাননাশের হুমকি দেয়।এমত অবস্থায় হস্তশিল্পী পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। পুলিশ সুপার এই বিষয়টি খতিয়ে দেখবেন বলে অাশ্বাস দিয়েছেন।