প্রতিবন্ধীদের বিভিন্ন দাবির ভিত্তিতে ১৮ই মার্চ জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ ও আইন অমান্য
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–প্রতিবন্ধী অধিকার আইন২০১৬ রাজ্য সরকারের সমস্ত দপ্তরে কার্যকর করার দাবিতে আগামী ১৮ই মার্চ রাজ্যের সমস্ত জেলার সাথে সাথে উত্তর দিনাজপূর জেলার জেলা শাসকের দপ্তরে অবস্থান বিক্ষোভ ও আইন অমান্য অভিযানে নামছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী সমিতি।পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী সমিতির রাজ্য সহ সম্পাদক তথা উত্তর দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক উত্তম গুহ এক সাংবাদিক সম্মেলনে বলেন রাজ্যের রাজ্য সরকার প্রতিবন্ধীদের জন্য যে আইন চালু হয়েছে তা রাজ্যের মুখ্যমন্ত্রী মানেন না।
অনেকবার তাকে প্রতিবন্ধী দের সমস্যার কথা বলা হলেও তিনি বলেন কোন সমস্যার সমাধান আজ পর্যন্ত করেন নি।তাই এবার ৩০দফা দাবি নিয়ে রাজ্যের সমস্ত জেলার সাথে কর্নজোড়ায় এই দাবির সমর্থনে তারা অবস্থান বিক্ষোভ ও আইন অমান্য করতে যাচ্ছেন বলে প্রতিবন্ধী সম্মিলনীর জেলা সম্পাদক উত্তম গুহ জানান।সাংবাদিক সম্মেলনে।উত্তম গুহের সাথে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার প্রতিবন্ধী সম্মিলনীর মহিলা সেলের সভানেত্রী মোসলেমা খাতুন।