আংটি বানানোর টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে রাগের বসে বাড়িতে গলায় ফাস দিয়ে আত্মহত্যা ছেলের
1 min read
জলপাইগুড়িঃ– আংটি বানানোর টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে রাগের বসে বাবার গায়ে হাত ছেলের। অনুতপ্ত হয়ে নিজের বাড়িতে গলায় ফাস দিয়ে আত্মহত্যা ছেলের। ছেলের মৃত্যুতে শোকাহত গোটা পরিবার।
জলপাইগুড়ি মোহিতনগরের বামন পাড়ার ঘটনা। জলপাইগুড়ি মোহিতনগরের বামনপাড়ার বাসিন্দা রজত মোহন্তের ছেলে প্রীতম মোহন্তর কাছে একটি হাতের আংটি বানানোর টাকা চা প্রীতমের মা। এই আংটি বানানোর টাকা নিয়ে বচসা হয় মা ও ছেলের মধ্যে। প্রীতমের বাবা রজত মোহন্ত ছেলে প্রীতম মায়ের সাথে বচসার জন্য ছেলেকে বকাবকি করেন ছেলে প্রীতম ক্ষিপ্ত হয়ে বাবার গায়ে হাত তোলে।
বাবার গায়ে হাত দেওয়াতে প্রতিবেশী ও পরিবারের লোকেরা ছেলে প্রীতকে বকাবকি করে মঙ্গলবার রাতে।আজ সকালে পরিবারের সদস্যরা প্রীতমের কোনো আওয়াজ না পেয়ে ঘড়ের দরজা ভেঙ্গে দেখেন প্রীতম গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে।
প্রতিবেশী ও পরিবারের সদস্যদের অনুমান রাগের বসে বাবার গায়ে হাত দেওয়াতে অনুতপ্ত হয়ে আত্মহত্যা করেছে প্রীতম। ছেলের মৃত্যুতে শোকাহত গোটা পরিবার।ঘটনার খবর পেয়ে জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।