কুনোর হাটে জল জমে যাওয়ায় হাট ব্যবসায়ীদের পথ অবরোধ
1 min readকুনোর হাটে জল জমে যাওয়ায় হাট ব্যবসায়ীদের পথ অবরোধ
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোর হাটে জল কাঁদায় এক হয়ে যাবার ফলে কুনোরের সমস্ত স্তরের হাট ব্যবসায়ীরা শুক্রবার কুনোররের কালিয়াগঞ্জ -দুর্গাপুর রোড অবরোধ করে বলে জানা যায়।খবর পেয়ে কালিয়াগঞ্জ থানা থেকে পুলিশ গিয়ে হাট ব্যবসায়ীদের সাথে কথা বলে যাতে পথ অবরোধ তুলে নেওয়া হয়।
এ ব্যাপারে ব্যবসায়ীদের সাথে আলোচনা করলেও হাট ব্যবসায়ীরা পুলিশের কাছে দাবি জানায় হাটের মালিককে তাদের অবস্থা দেখে সিধান্ত নিতে হবে।কুনোর হাট ব্যবসায়ী সমিতির সম্পাদক জীবিত রায় বলেন আমরা হাট ব্যবসায়ীদের পক্ষ থেকে বার বার হাটের সংস্কারের কথা জানালেও হাট মালিক আমাদের কথায় আজ পর্যন্ত কোন গুরুত্ব দেয়নি।তাই আমরা বাধ্য হয়ে পথ অবরোধের সিধান্ত নিয়েছি।।
অপর হাট ব্যবসায়ী প্রিয়ব্রত সরকার বলেন প্ৰতি বর্ষায় হাটে মানুষজন ঢুকতে পারেনা।আমরা হাটের মালিককে বলেছি মানুষ যাতে হাটের মধ্যে ঢুকে বাজারঘাট করতে পারে তার একটা ব্যবস্থা করে দিন।কিন্তূ হাট মালিক হাট থেকে রোজগার করবে অথচ হাটের সংস্কার করবে না এটা বছরের পর বছর চলতে পারেনা।আমরা ঠিক করেছি হাট মালিক এসে আমাদের কথা দিয়ে যাক যে তিনি অবিলম্বে হাট সংস্কার করবেন তাহলেই আমাদের পথ অবরোধ উঠবে বলে জানান।তবে জানা যায় বেলা ১২ টা থেকে পথ অবরোধ চললেও পুলিশের মধ্যস্থতায় পথ অবরোধ বেলা দেরটা নাগাদ তুলে নেওয়া হয়।কালিয়াগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা হাট মালিক ও প্রশাসনের সাথে বসে এই সমস্যার দ্রুত সমাধান করবার ব্যবস্থ্যা নেবেন প্রতিশ্রুতি দিলে পথ অবরোধ তুলে নেওয়া হয়।