বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করায় প্রেমিকের বাড়ির দরজায় গিয়ে অবস্থান করছে প্রেমিকা
1 min readবিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করায় প্রেমিকের বাড়ির দরজায় গিয়ে অবস্থান করছে প্রেমিকা
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর–বছর খানেকের বেশিদিন ধরে ভালো বেশে আসছে পরিবর্তিত নাম রাবেয়া খাতুন কালিয়াগঞ্জ ব্লকের মহেশপুরের হাজীপাড়ার আরশাদ আলীকে।কিন্তু আরশাদ খোলা মেলা ভাবে মেশামেশি করলেও বিয়ের প্রস্তাবে কোন ভাবেই সে রাজি হয়নি বার বার বলার পরেও।অবশেষে সোম বার রাবেয়া তার বাড়ি থেকে বেরিয়ে এসে প্রেমিক আরশাদের বাড়ির গেটের সামনে বাধ্যহয়ে বিয়ের জন্য ধর্ণায় বসে পড়ে।
আরশাদ কোন ভাবে খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।বাবা থাকলেও তিনি চলে গেছেন পাড়ার কোন এক বিয়ের বর যাত্রী।কালিয়াগঞ্জের মহেশপুরের হাজীপাড়ার বাসিন্দারা পড়েছে মহা সমস্যায়।শেষমেশ কালিয়াগঞ্জ থানায় এই খবর জানিয়ে ফোন করলে পুলিশ এখনো সেখানে গিয়ে পৌঁছায় নি।প্রেমিকা জানায় সে বাড়ী থেকে বেরিয়ে এসেছে।আর কি ভাবে এই মুখ নিয়ে বাড়ি যাবো?আমি প্রতিজ্ঞা করেই বেড়িয়েছি।ওকেই আমি বিয়ে করে তবে গ্রামে যাবো।এই ঘটনায় মহেশপুরের হাজীপাড়া গ্রামে এখনো চলছে ব্যাপক চাঞ্চল্য।