January 13, 2025

ধুপগুড়ি পৌর শহরের নাগরিকদের দীর্ঘ দিনের দাবি বাস্তবায়িত,ধুপগুড়ি মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লীর উদ্বোধন

1 min read

ধুপগুড়ি পৌর শহরের নাগরিকদের দীর্ঘ দিনের দাবি বাস্তবায়িত,ধুপগুড়ি মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লীর উদ্বোধন

আশীষ ভট্টাচার্য–ধুপগুড়ি--দীর্ঘ প্রতীক্ষার অবসান।সোমবার ধুপগুড়ির নাগরিকদের দীর্ঘ দিনের দাবির প্ৰতি মর্যাদা দিয়ে সোমবার ধূপগুড়ী পৌর সভায় মুকুটে আর ও একটি পালক সংযোজন হল ধূপগুড়ী মহা শশ্মানে বৈদ্যুতিক চুল্লী উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে।

উত্তর বঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে গৃহিত ও রূপায়িত ধূপগুড়ী পৌরসভার মহা শশ্মানের বৈদ্যুতিক চুল্লী নির্মান প্রকল্পের শুভ উদ্বোধন করলেন -উত্তর বঙ্গ উন্নয়ন দপ্তরের ভার প্রাপ্ত মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

-এছাড়া উপস্থিত ছিলেন -উঃ বঃ উন্নয়ন বিভাগের প্রধান সচিব অজিত রঞ্জন বর্ধন -জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন -জলপাইগুড়ি জেলা শাসক অভিষেক তেওয়ারী -ধুপগুড়ীর বিধায়িকা মিতালী রায় -ধূপগুড়ীর পৌর প্রধান ভারতী বর্মন -উপ পৌর প্রধান রাজেশ (গুড্ডু) সিং প্রমুখ।ধুপগুড়িতে বৈদ্যুতিক চুল্লীর উদ্বোধন হওয়ায় শহরের মানুষ জেলা প্রশাসন ও মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষকে অভিনন্দন জানায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *