January 13, 2025

কালিয়াগঞ্জের ভান্ডার অঞ্চলে বিজেপি দলে ভাঙন, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে ৪০জন –

1 min read

কালিয়াগঞ্জের ভান্ডার অঞ্চলে বিজেপি দলে ভাঙন, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে ৪০জন –

তপন চক্রবর্ত্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)-– কালিয়াগঞ্জে বিজেপি দলে ভাঙন শুরু।প্রায় প্রতিদিনই কোন না কোন অঞ্চল থেকে বিজেপি ছেড়ে তৃণমূল দলে আসতে শুরু করে দিয়েছে।রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ৭নম্বর ভান্ডার অঞ্চলের টুনগুইল বিল পাড়ায় বিজেপির কার্যকলাপে ক্ষুব্ধ হয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের আদর্শে অনুপ্রাণিত

হয়ে টুনগুইল পাড়ায় এক অনুষ্ঠানের মাধ্যমে আনুমানিক ৫০জন বিজেপি সমর্থক তৃণমূল কংগ্রেস দলে যোগ দেয়।অনুষ্ঠানে কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহের হাত থেকে বিজেপি সমর্থকেরা

তৃণমূলের পতাকা গ্রহণ করে।এক সাক্ষাৎকারে কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ বলেন বিজেপি নামক দলটির কার্যকলাপ দেখে সাধারণ মানুষ বর্তমানে বীতশ্রদ্ধ হয়ে পড়েছে।করোনা ভাইরাসের কারনে বিজেপি আমাদের এলাকার পরিযায়ী শ্রমিকদের উপর যে ভাবে অমানুষিক আচরণ করেছে তা তাদের জীবনভর মনে থাকার কথা।সেই সব কারণেই কালিয়াগঞ্জের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপির সমর্থকরা আমাদের তৃণমূলে আসা শুরু করে দিয়েছে বলে জানান।রবিবারের এই দলবদলের অনুষ্ঠানে বিধায়ক তপন দেব সিংহ ছাড়াও বক্তব্য রাখতে গিয়ে উত্তম ঘোষ বলেন বিজেপির প্ৰতি যে মানুষের মোহভঙ্গ হয়েছে তা পরিষ্কার। প্রদীপ ঘোষ বলেন মিথ্যা কথা বলে মানুষকে বেশিদিন ভুলিয়ে রাখা যায়না।মানুষ সঠিক সময়ে উপযুক্ত জবাব দেবার জন্য মুখিয়ে আছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট তৃণমূল নেতা হিরন্ময় সরকার(বাপ্পা)সহ সাত নম্বর ভান্ডার অঞ্চলের তৃণমূলের প্রচুর সমর্থকগন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *