বছরের প্রথম সূর্যগ্রহণ এর সাক্ষী থাকল ইসলামপুরের ছাত্র ছাত্রীরা
1 min readবছরের প্রথম সূর্যগ্রহণ এর সাক্ষী থাকল ইসলামপুরের ছাত্র ছাত্রীরা
ইসলামপুর বিজ্ঞান মঞ্চের উদ্যোগে স্থানীয় হাই স্কুল ময়দানে সূর্য গ্রহন দেখানোর এক বন্দোবস্ত করা হয়েছিল বিশেষ যন্ত্রের মাধ্যমে দিয়ে ।ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয় তবে সমদূরত্ব বুঝিয়ে রেখেই সূর্য গ্রহণ দেখলো তারা। মোঃ নৌসাদ আলম ইসলামপুর
বিজ্ঞান মঞ্চের সদস্য তিনি জানান ছাত্রছাত্রীদের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি কিছু কুসংস্কার সেগুলো তাদের ভেঙে দেওয়ার চেষ্টা করছি যেমন রাহু গ্রাস করে সূর্যকে
সেইসব যাতে তাদের মনের বাসনা করে সেজন্য আমরা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এক বিশেষ চশমার মাধ্যমে তাদের সূর্যগ্রহণ দেখানো হচ্ছে বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছিল এই জন্যই।ইসলামপুর গার্লস স্কুলের ছাত্রী সোনালী সাহা তিনি জানান তার খুব আনন্দ পেয়েছেন সেই সূর্যগ্রহণ দেখে একটি বিশেষ চশমার মাধ্যমে সে দেখেছে সূর্য গ্রহণ এবং সূর্য গ্রহণের দেখার অনুভূতি সেই অনুভূতি আরো সবার সঙ্গে বন্ধু-বান্ধব এবং বাবা মার সঙ্গে বলবেন বলে তিনি জানান।