গঙ্গার ভাঙ্গনে তলিয়ে গিয়েছে বাড়ি
1 min readগঙ্গার ভাঙ্গনে তলিয়ে গিয়েছে বাড়ি
বিশ্বজিৎ মন্ডল মালদা:গঙ্গার ভাঙ্গনে তলিয়ে গিয়েছে বাড়ি । আশ্রয়স্থান এখন চার হাতের একটি শৌচাগার। সেখানেই কোনরকমে দুই নাবালিকা সন্তানকে নিয়ে জীবন কাটাচ্ছেন কালিয়াচক ৩ ব্লকের শোভাপুর-পারদেওনাপুর গ্রাম পঞ্চায়েতের মন্ডলপাড়া এলাকার বাসিন্দা সহদেব মন্ডল এবং তার স্ত্রী মৌসুমী মন্ডল।পঞ্চায়েত হোক বা প্রশাসন, সকলের কাছে ওই মন্ডল দম্পতি তাদের দুরবস্থার কথা জানিয়েছে বহুবার ।
কিন্তু কোন লাভ হয় নি। মেলেনি কোনো সরকারি সাহায্য। তাই এক বছর ধরেই ওই শৌচাগারকে এখন আশ্রয়ের স্থান হিসাবে বেছে নিয়েছেন মন্ডল দম্পতি। তাঁদের অভিযোগ, গঙ্গার ভাঙ্গনে সবই তো চলে গেল। আমাদের মতোন এরকম দুঃস্থ বহু পরিবার আছেন, যারা
ভিটেমাটি হারিয়ে অন্যত্র চলে গিয়েছেন। কিন্তু আমরা বাপ- ঠাকুরদাদার ভিটে ছাড়তে পারি নি। তাই এলাকারই একটি পরিত্যক্ত শৌচাগারে বসবাসের জায়গা করেছি। আমাদের এই দূরাবস্থার কথা পঞ্চায়েত এবং প্রশাসন সকলেই জানে। কিন্তু তারপরও কোন সাহায্য মেলে নি।
এই অবস্থায় আবারো প্রশাসনের কাছে সরকারি সাহায্য পাওয়ার দরবার করেছেন সহদেববাবু এবং তার স্ত্রী মৌসুমীদেবী।