January 12, 2025

উত্তরবঙ্গের পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল।

1 min read

উত্তরবঙ্গের পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল।

জয়ন্ত বোস,কালিয়াগঞ্জ।করোনা আবহাওয়ার মধ্যেই উত্তরবঙ্গের পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল। উত্তরবঙ্গের নতুন আই, জি পদে বসলেন বিশাল গর্গ। বদলি হয়ে গেলেন আই,জি আনন্দ কুমার। নতুন আই,জি বিশাল গর্গ ওয়েস্ট বেঙ্গল ক্যাডার ১৯৯৯ ব্যাচের আই,পি,এস অফিসার।

তিনি রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার আই,জি পদেও রয়েছেন।করোনা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের একাধিক কর্তাদের বদলির পর এবার বদলির সংযোজন তালিকায় পুলিশ বিভাগ। তবে এই সকল বদলি রুটিন মাফিক বলে সরকারের তরফে জানানো হয়েছে। আনন্দ কুমার কে সি,আই,ডির আই,জি পদে বসানো হয়েছে।

উত্তরবঙ্গের আই,জি ছাড়াও কতিপয় আই,পি,এস অফিসারের বদলির নির্দেশ এসেছে। রাজ্য গোয়েন্দা পুলিশ বিভাগের আই,বি-র স্পেশাল সুপার জয় বিশ্বাস কে কলকাতার সশস্ত্র পুলিশের সেকেন্ড ব্যাটেলিয়নের ডিসি পদে বদলি করা হয়েছে। আগামীতে উত্তরবঙ্গের পুলিশ প্রশাসনে এক বড় ভূমিকার পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *