বিপর্যয় ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের মক ড্রিল
1 min readবিপর্যয় ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের মক ড্রিল
তুহিন শুভ্র মন্ডল জরুরী পরিস্থিতি বা বিপর্যয় ব্যবস্থাপনায় প্রস্তুত থাকতে আজ দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন মক ড্রিলের ব্যবস্থা করেছিল।
এই জন্য কালেক্টরেট প্রাঙ্গণে সিভিল ডিফেন্সের কুইক রেসপন্স টিমের ভলান্টিয়াররা সেই মক ড্রিলে অংশ নেয়।রাস্তায় গাছ পরে থাকলে, ছাদে, ঘরের ভেতর মানুষ অসুস্থ অবস্থায় আটকে থাকলে, জলের নীচে মানুষ আছে কিনা দেখতে কি কি পদক্ষেপ নেওয়া হয় তা পরপর করে দেখানো হল। মক ড্রিল প্রত্যক্ষ করেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক নিখিল নির্মল, অতিরিক্ত জেলাশাসক,জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্য আধিকারিক গণ।