বিজেপি পরিচালিত ধনকোল গ্রাম পঞ্চায়েতের হেমবাজার–ধনীপুকুর বেহাল রাস্তাটির সংস্কার না হওয়ায় গ্রামবাসীরা আন্দোলনের পথে-
1 min readবিজেপি পরিচালিত ধনকোল গ্রাম পঞ্চায়েতের হেমবাজার–ধনীপুকুর বেহাল রাস্তাটির সংস্কার না হওয়ায় গ্রামবাসীরা আন্দোলনের পথে-
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)—সরকার থেকে গ্রাম পঞ্চায়েতে লক্ষ লক্ষ টাকা এলেও গ্রামের উন্নয়নের স্বাদ মানুষ কতটা পাচ্ছে তা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল গ্রাম পঞ্চায়েতের হেমবাজার থেকে ধনীপুকুর পর্যন্ত দুই কিমি রাস্তার বেহাল চেহারা নিজের চোখে না দেখলে কেও বাইরে থেকে বুঝতে পারবেনা। অনেক গ্রাম পঞ্চায়েতেই রাস্তা খারাপ দেখা যায় কিন্তূ ধনকোল গ্রাম পঞ্চায়েতের বেহাল রাস্তা সবাইকে টেক্কা দিতে পারবে এ ব্যাপারে কোন সন্দেহ নেই।
ধনকোল গ্রাম পঞ্চায়েতের হেমবাজার থেকে ধনীপুকুর এই বেহাল রাস্তাটির সংস্কারের জন্য গ্রাম বাসীরা বছরের পর বছর গ্রাম পঞ্চায়েতের প্রধান,নির্বাচিত গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি,বিডিও,পঞ্চায়েত সমিতির সভাপতি এবং জেলা পরিষধের নির্বাচিত সদস্যদের কাছে বার বার গিয়ে বেহাল রাস্তার সংস্কারের জন,আবেদন নিবেদন করলেও আজ পর্যন্ত কোন রকম গুরুত্ব দেবার সময় পাননি বলে গ্রাম বাসীদের অভিযোগ। গ্রাম বাসীরা ক্ষুব্ধ হয়ে জানান এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা।যে রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার লোকের যাতায়াত।বর্তমানে এই রাস্তাটি এতটাই বেহাল হয়ে আছে
ফলে গ্রামের মানুষদের অন্য রাস্তা দিয়ে চলাফেরা করতে হচ্ছে। হেমবাজার ও ধনীপুকুর এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন গ্রাম বাসীদের বক্তব্য সরকার থেকে প্রচুর পরিমানে অর্থ গ্রামের উন্নয়নে এলেও এই গ্রাম পঞ্চায়েতের উন্নয়নে কোন লক্ষ নেই।তাদের বক্তব্য সময় হলেই তারা গ্রামবাসীরা বুঝিয়ে দেবে কত ধানে কত চাল যাদের এলাকার উন্নয়নকে অবজ্ঞা করা হয়েছে বার বার করে।তাদের দাবি আগামী ১৫ দিনের মধ্যে যদি রাস্তা সংস্কারের কাজে হাত না দেওয়া হয় তাহলে তারা গন আন্দোলন শুরু করে গ্রাম পঞ্চায়েতে বড় তালা ঝুলিয়ে দেবার ব্যবস্থা করবে বলে হুঙ্কার দেন গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে।এ ব্যাপারে কালিয়াগঞ্জ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পরিমল দাস বলেন আমি রাস্তাটির অবস্থা দেখেছি।কেন আজ পর্যন্ত এই রাস্তার সংস্কারের কাজ করা হচ্ছেনা আমি দেখছি ব্যাপারটি।কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল গ্রাম পঞ্চায়েতের প্রধান পঙ্কজ সরকারকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি স্বীকার করেন রাস্তার বেহাল দশার কথা।প্রধান পঙ্কজ বাবু বলেন এই রাস্তার কাজের টেন্ডার বেশ কিছু দিন আগেই হয়ে গেছে।কেন এত দেরি হচ্ছে তিনি বুঝতে পারছেন না।তিনি জানান সত্যি সত্যিই হেমবাজার থেকে ধনীপুকুর যাবার দুই কিমি রাস্তা ভীষন খারাপ হয়ে আছে।আমি নিজে উদ্যোগ নেবে যাতে খুব শীঘ্রই রাস্তার সংস্কারের কাজ শুরু করে দেওযা হবে