January 8, 2025

আধুনিক মানের বাসস্ট্যান্ডের ফিনিশিং টাচ দেখে কালিয়াগঞ্জ পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল বললেন শীঘ্রই উদ্বোধন

1 min read

আধুনিক মানের বাসস্ট্যান্ডের ফিনিশিং টাচ দেখে কালিয়াগঞ্জ পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল বললেন উদ্বোধনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে

তন্ময় চক্রবর্তী কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাসক হয়েই কালিয়াগঞ্জবাসীকে নয়া চমক দিতে চলেছেন পৌরসভার নতুন প্রশাসক কার্তিক চন্দ্র পাল।

যার হাতের জাদুতে এবার নতুন চেহারায় আত্মপ্রকাশ হতে চলছে নব কলেবরে নতুন কালিয়াগঞ্জ। ঝাঁ-চকচকে কালিয়াগঞ্জ এর আধুনিক মানের নতুন বাস স্ট্যান্ড এর দ্বার  শীঘ্রই খুলে যেতে চলছে জনগণের উদ্দেশ্যে।

যা কালিয়াগঞ্জ বাসির ৩০ বছরের স্বপ্ন ছিল। যা সিপিআইএম এবং কংগ্রেসের তাবড় তাবড় নেতারা তৈরি করতে পারেনি তা আজ কালিয়াগঞ্জ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমানে পৌরসভার প্রশাসক কার্তিক চন্দ্র পাল কালিয়াগঞ্জ এর মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়ে দিলেন।

ইচ্ছা ও মানসিকতা যদি কারো থাকে তাহলে সব বাধার মধ্যেও  যে কাজ করা যায় তা কিন্তু তিনি হাড়ে হাড়ে  সবাইকে বুঝিয়ে দিলেন।

আজ হঠাৎই আধুনিক মানের বাসস্ট্যান্ডের কাজের ফিনিশিং টাচ কেমন চলছে তা দেখতে সশরীরে ছুটে গেলেন নতুন বাসস্ট্যান্ডে।

আর সেখানে গিয়েই বাসস্ট্যান্ডের ভেতরের প্রতিটি কাজে যাতে কোনো ত্রুটি না

থাকে সেই লক্ষ্যে পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখলেন। তবে তার সাথে যোগ্য সহযোগিতা করেন তারই দপ্তরের কয়েকজন কর্মী।

পুর প্রশাসক বাসস্ট্যান্ডের কাজ দেখে যে খুবই সন্তুষ্ট তা তার কথাতেই ধরা পড়ে।

এদিন প্রশাসক কার্তিক চন্দ্র পাল বলেন লকডাউন এর ফলে থমকে যাওয়া আধুনিক মানের বাসস্ট্যান্ড তৈরীর ফিনিশিং টাচ আবারও

শুরু হয়ে গিয়েছে। কালিয়াগঞ্জ বাসির দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে বাস্তব রূপ পেতে চলছে। খুব শীঘ্রই আধুনিক মানের বাস স্ট্যান্ড পেতে চলছে

কালিয়াগঞ্জ বাসী।ইতিমধ্যে তার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে  ।মোট।৪ কোটি টাকা ব্যয়ে এই আধুনিক বাসস্ট্যান্ডে সব রকম সুবিধা থাকবে।

তবে তিনি বলেন আগামী দিনেও এই বাস স্ট্যান্ড কে ঘিরে আরো অনেক পরিকল্পনা আছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..