শিক্ষা মন্ত্রীর নির্দেশে কালিয়াগঞ্জে তৃণমূল পরিচালিত প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বাড়িতে গিয়ে পঠন পাঠন শুরু হল-
1 min readশিক্ষা মন্ত্রীর নির্দেশে কালিয়াগঞ্জে তৃণমূল পরিচালিত প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বাড়িতে গিয়ে পঠন পাঠন শুরু হল–
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–রাজ্যের শিক্ষামন্ত্রীর নির্দেশ অনুসারে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগজ ব্লকের বরুনা গ্রাম পঞ্চায়েতের কুশ গ্রামের আদিবাসী পাড়ার বাড়িতে গিয়ে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পঠন পাঠন শুরু করলো পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা সংগঠনের শিক্ষকগন।
শুক্রবার বরুনা গ্রাম পঞ্চায়েতের কুশগ্রামের আদিবাসী পাড়ার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে পঠন পাঠন শুরু করেন প্রাথমিক শিক্ষক সংগঠনের দুই শিক্ষক গৌরাঙ্গ চৌহান এবং তন্ময় সরকার।এই অভিনব শিক্ষাদানের সময় সাক্ষী হিসাবে কুশগ্রামের আদিবাসী পাড়ার মহতি অনুষ্ঠানে কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেব সিং বলেন বিগত আড়াই মাস ধরে ছাত্র ছাত্রীদের করোনা ভাইরাসের কারনে লকডাউন প্রক্রিয়া চলায়বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে।রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশ ক্রমে এই অভিনব শিক্ষা পদ্বতি কালিয়াগঞ্জের বরুনা অঞ্চলের কুশগ্রাম আদিবাসী পাড়ার ছাত্র ছাত্রীদের নিয়ে আজ শুক্রবার এই নুতন আঙ্গিকের শিক্ষার উদ্বোধন করা হল।বিধায়ক তপন দেবসিংহ বলেন এই শিক্ষা পদ্বতির মাধ্যমে শিক্ষা দান চলবে যতদিন লকডাউন চলবে ততদিন পর্যন্তই।