উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের উদ্দ্যোগে তরঙ্গপুর প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান শিবির-
1 min readউত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের উদ্দ্যোগে তরঙ্গপুর প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান শিবির–
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–একদিকে করোনার ত্রাস,অন্যদিকে ঘূর্ণিঝড়ের দাপটে যখন মানুষ নাজেহাল হয়ে পড়েছে ঠিক সেই সময় উত্তর দিনাজপুর জেলায় চলছে চরম রকটসঙ্কট।এই সমস্ত প্রতিকূল পরিবেশের মধ্যেও শুক্রবার উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের অন্যতম সদস্য অসীম ঘোষের উদ্দ্যোগে কালিয়াগঞ্জ ব্লকের তরঙ্গপুর প্রাথমিক
বিদ্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।উত্তর বঙ্গ ক্রীড়া পর্ষদের অন্যতম সদস্য তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ বলেন প্রাকৃতিক সব রকম দুর্যোগকে সাথে নিয়েই উত্তর দিনাজপুর জেলার রক্ত সঙ্কটকে আমাদেরই দূর করতে হবে।
তাই লকডাউনের মধ্যেই সময় বের করে জেলার মুমুর্ষ রোগীদের কথা ভেবেই রক্তদান শিবিরের আয়োজন।রক্ত দান শিবিরে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ, উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ আধিকারিক রবীন্দ্র নাথ প্রধান,কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসুন ধারা, কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ প্রকাশ রায়,কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল সহ এলাকার বিশিষ্ট জনেরা।জানা যায় মোট ৫০ জন বক্তি রক্ত দান করলেও আরও অনেকেই রক্ত দেবার জন্য প্রস্তুত থাকলেও ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের পঞ্চাশ জনের বেশি রক্ত নেবার পরিকাঠামো না থাকার কারনে অনেকেই রক্ত দিতে পারেন নি বলে জানা যায়।