রায়গঞ্জ বিধান সভার অন্তর্গত গৌরী অঞ্চলের কোয়ান্টারিমে থাকা শ্রমিকদের বুধবার বিজেপি খাদ্য পৌঁছে দিল
1 min readরায়গঞ্জ বিধান সভার অন্তর্গত গৌরী অঞ্চলের কোয়ান্টারিমে থাকা শ্রমিকদের বুধবার বিজেপি খাদ্য পৌঁছে দিল
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–লকডাউন চলছে।পরিযায়ী শ্রমিকরা নিয়মিত এসেই যাচ্ছে।ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন বিদ্যালযের কোয়ান্টারিম কেন্দ্রে থাকছে।বুধবার গতকালের মতই উত্তর দিনাজপুর জেলা বিজেপি দলের কর্মীরা
জেলার দলীয় কার্যালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য রান্নার ব্যবস্থা করে চলেছে।বুধবার রায়গঞ্জ বিধান সভার অন্তর্গত গৌরী পুর অঞ্চলের উচ্চ বিদ্যালয়ে থাকা পরিযায়ী শ্রমিকদের রান্না করা খাবার পৌঁছে দেবার ব্যবস্থা করলো বিজেপি দলের কর্মীরা।টেলিফোনে এক প্রশ্নের উত্তরে উত্তর দিনাজপুর বিজেপি দলের সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন পরিযায়ী শ্রমিকদের এই বিপদের দিনে তাদের বিজেপি দল সব সময় পাশে থাকবে।আমরা আমাদের সাধ্যমত এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে উপকার করবার চেষ্টা করে যাবো বলে জানান।