কালিয়াগঞ্জ এর থানাপাড়ার কনটেনমেন্ট জোনএ থাকা বাসিন্দাদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে হাজির কালিয়াগঞ্জ পৌরসভার নতুন প্রশাসক কার্তিক চন্দ্র পাল
1 min readকালিয়াগঞ্জ এর থানাপাড়ার কনটেনমেন্ট জোনএ থাকা বাসিন্দাদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে হাজির কালিয়াগঞ্জ পৌরসভার নতুন প্রশাসক কার্তিক চন্দ্র পাল
তন্ময় চক্রবর্তী দেখতে দেখতে ৯ দিন হয়ে গেল কালিয়াগঞ্জ এর থানাপাড়ার বাসিন্দাদের কনটেনমেন্ট জোনএ থাকা । পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবদিক দিয়ে বন্ধ বাইরে বেরোনোর পথ। কারণ একটাই ১৪ দিন থাকতে হবে এলাকার মানুষদের গৃহবন্দি অবস্থায়। ফলে এলাকার বাসিন্দারা
যখন সমস্যায় পড়েছেন বাজার ঘাট থেকে সবকিছু দিক থেকে ঠিক সেই সময় মানবিকতার খাতিরে তাদের পাশে এগিয়ে এলেন কালিয়াগঞ্জ পৌরসভার নতুন প্রশাসক কার্তিক চন্দ্র পাল।
তারুণ্যে ভরা উজ্জ্বল মানবিকতার নজির সৃষ্টি করে কার্তিক বাবু আজ এই এলাকায় গিয়ে পৌরসভার তরফ থেকে এলাকার মানুষদের খাদ্য সামগ্রী তুলে দিলেন যা পেয়ে ভীষণ খুশি এলাকার মানুষরা। পৌরসভার নতুন প্রশাসক হয় কাজ শুরু করতেই তাকে লড়াই করতে হচ্ছে করোনাভাইরাস সঙ্গে।
একদিকে সমগ্র শহরকে তাকে ঠিক রাখতে হচ্ছে ঠিক তেমন ভাবেই মানুষ কোথাও যাতে কোন অসুবিধা না পরে তার খেয়াল রাখতে হচ্ছে প্রতিনিয়ত । এরই মধ্যে আবার এক ক্যারিয়ারের মাধ্যমে শহরের থানাপাড়ায় এক ব্যক্তির করণা আক্রান্ত হওয়ায় চিন্তার ভাঁজ পড়ে যায় শহরের সকলের মধ্যে। সরকারি নির্দেশ অনুযায়ী সেই থানাপাড়া তেই সেই অঞ্চলের বাসিন্দাদের থাকতে হছে ১৪ দিন কোয়ারেন্টাইনে।এবার সেই সমস্ত বাসিন্দাদের কথা চিন্তা করে কালিয়াগঞ্জ পৌরসভার নতুন প্রশাসক কার্তিক বাবু তাদের পাশে গিয়ে খাদ্য সামগ্রী তুলে দিলেন আজ । যা পেয়ে ভীষণ খুশি সেই এলাকার সাধারণ মানুষ।উল্লেখ্য এদিন পৌরসভার পক্ষ থেকে ঈদ উপলক্ষে এই এলাকার মুসলিম ধর্মাবলম্বী মানুষদের দুধ ও বিভিন্ন সামগ্রী দেওয়া হয় ।