গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক নিযুক্ত হলেন বিদায়ী চেয়ারম্যান অমলেন্দু সরকার
1 min readগঙ্গারামপুর পৌরসভার প্রশাসক নিযুক্ত হলেন বিদায়ী চেয়ারম্যান অমলেন্দু সরকার
তপন চক্রবর্তী–বালুরঘাট–দক্ষিণ দিনাজপুর–দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার মেয়াদ বুধবার শেষ। গঙ্গারামপুর পৌর সভার প্রশাসক হিসেবে বুধবার চিঠি পেলেন পৌর সভার চেয়ারম্যান অমলেন্দু সরকার। একই সাথে প্রশাসক সদস্য হিসেবে আরো ৪ জনের নাম রাখা হয়েছে।
তারা হলেন রাজ্যসভার সংসদ তথা দক্ষিন দিনাজপুর জেলার তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ, গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক গৌতম দাস, গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান রাকেশ পন্ডিত ও কাউন্সিলর অশোক বর্ধন।গতকাল সন্ধ্যায় নবান্ন থেকে এমনই চিঠি মেইল মারফত পাঠানো হয়।আজ গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান তথা প্রশাসক অমলেন্দু সরকার জানান কাজ চলাকালীন যে সমস্ত কাজ এখনো সম্পন্ন হয়নি সেই কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য কাজ বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া সেই কাজই সম্পন্ন করব এই সময়ে।