কালিয়াগঞ্জ পৌরসভার কাজে খুশি শহরের নাগরিকরা
1 min readকালিয়াগঞ্জ পৌরসভার কাজে খুশি শহরের নাগরিকরা
তনময় চক্রবর্তী লকডাউন চলছে সারাদেশে। এই লোক ডাউনের সময় ও বহু মানুষ রয়েছে যারা নিজেদের জীবন বিপন্ন করে নিজ নিজ কর্মক্ষেত্রে এসে মানুষের পরিষেবা দিয়ে চলছে অবিরত। এমনই চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ
পৌরসভা য় যেখানে পৌরপতি কার্তিক চন্দ্র পাল থেকে পৌরসভার কর্মচারীদের দেখা গেল পৌর পরিষেবা যাতে সব মানুষ ঠিকঠাক পায় তার জন্য সঠিকভাবে পরিষেবা দিতে। ফলে খুশি সাধারণ মানুষরা।