উত্তর দিনাজপুর জেলায করুণা রোগীর সন্ধান মেলায় আতঙ্ক ছড়াচ্ছে সর্বত্র।
1 min readউত্তর দিনাজপুর জেলায করুণা রোগীর সন্ধান মেলায় আতঙ্ক ছড়াচ্ছে সর্বত্র।
করোনা ভাইরাসের জেরে লকডাউন সারাদেশে। এর মধ্যেই আবার রেড জোন, ইয়োলো জোন, গ্রীন জন করে সর্বত্র চলছিল বাদ বিচার । উত্তর দিনাজপুর জেলায় এতদিন কোনো করোনা পজিটিভ এর হদিস না মেলায় এই জেলাকে গ্রীনজনে আওতায় আনা হয়েছিল। তাই আস্তে আস্তে স্বাভাবিক যখন হতে চলছিল উত্তর দিনাজপুর জেলা।
ঠিক তখনই দুঃসংবাদ সবার কাছে নেমে এলো আজ জেলার রায়গঞ্জ এ দুইজন, হেমতাবাদ এ একজনের করোনা পজিটিভের হদিস মেলায়।এদিকে আজ এবাপারে উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মিনা এক সাংবাদিক সম্মেলন করে বলেন লকডাউন এখন থেকে আরো কঠোর হবে। যে সমস্ত রোগীর আজ করনা পজিটিভ রিপোর্ট এসেছে তাদের সুচিকিৎসার জন্য কোভিভ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তিনি বলেন যে রোগীরা আক্রান্ত হয়েছে তারা সবাই পরিযায়ী শ্রমিক ছিল। গত ৭ মে এই জেলায় প্রবেশ করে।