চরম প্রতিকূল পরিস্থিতিতে সর্বদা মানুষের পাশে রয়েছেন গৌতম পাল।
1 min readচরম প্রতিকূল পরিস্থিতিতে সর্বদা মানুষের পাশে রয়েছেন গৌতম পাল।
কৃতিমান বিশ্বাস, রায়গঞ্জ।মানুষের জীবন যখন চরম সংকটে, যখন মানুষের সুস্থ স্বাভাবিক জীবনকে নাজেহাল করে তুলেছে এই মহামারী করোনা- সাধারণ খেটে খাওয়া মানুষ আজ নিজেকে ও নিজের পরিবারকে বাঁচাতে গৃহবন্দী।
এদিকে কিভাবে আগামী দিনে নিজের ও পরিবারের মানুষগুলির মুখে অন্নের গ্রাস তুলে দেবে এই কথা ভেবে তারা যখন দিশাহীন- ঠিক সেই সময় তাদের অন্ধকারাচ্ছন্ন মনে প্রতিনিয়ত আলো জ্বালার চেষ্টা করে চলেছেন উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী গৌতম পাল । সাধারণ মানুষ তাদের সুখে দুঃখে সব সময় পাশে পেয়েছেন গৌতম পাল কে।
তিনি দিনরাত এক করে পরিশ্রম করে চলেন সাধারণ মানুষের জন্য। ৫ মে হেমতাবাদ বিধানসভার মহিপুর ও বিন্দোল পঞ্চায়েত এলাকায় মুসলিম ধৰ্মাবলম্বী মানুষদের ইফতার সামগ্রী এবং অন্যান্য ধর্মের মানুষদের জন্য খাদ্য সামগ্রী প্রদান করেছেন তিনি।
গরীব অসহায় মানুষগুলি যেন কোন মতেই এই ভয়াবহ দুর্যোগের দিনে কোনরকম খাদ্য অভাব এর মধ্যে না থাকে।-যেন সাধারণ মানুষ এই মত প্রতিকূল পরিস্থিতিতে
একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে সেই জন্য একনিষ্ঠভাবে সাধারণ মানুষের জন্য খেটে চলেছেন তিনি।