বি জে পির কালিয়াগঞ্জ মহিলা মোর্চার উদ্দ্যোগে কালিয়াগঞ্জ বিডিও অফিস চত্বরে বিদ্যুতের বিল মুকুবের দাবিতে প্রতিকী অনশন
1 min readবি জে পির কালিয়াগঞ্জ মহিলা মোর্চার উদ্দ্যোগে কালিয়াগঞ্জ বিডিও অফিস চত্বরে বিদ্যুতের বিল মুকুবের দাবিতে প্রতিকী অনশন
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–উত্তরর্দিনাজপুর –করোনার থাবায় আর্থিক দিক দিয়ে স্বচ্ছ ব্যক্তিদের সাথে হত দরিদ্র দিনমজুড়েরাও হয়েছে ঘর বন্দি।তাই করোনার প্রকোপে পরে যে দিনমজুড়েরা অস্তিত্ব সঙ্কটে পড়েছে তাদের বিদ্যুতের বিল তিন মাসের জন্য মুকুবের দাবি নিয়ে পথে নামলো
বিজেপির কালিয়াগঞ্জ মহিলা মোর্চার সদস্যারা।বুধবার দুপুরে বিজেপির মহিলা মোর্চার নেত্রী দোলা মোদকের নেতৃত্বে বেশ কিছু মহিলারা কালিয়াগঞ্জ বিডিও অফিস চত্বরে অভিনব প্রতিকী অনশনে বসে খালি থালা ও লন্ঠন নিয়ে বিদ্যুতের বিল মুকুবের দাবি জানায়।বিজেপির মহিলা মোর্চার নেত্রী দোলা মোদক রাজ্যের
তৃণমূল সরকারের বিভিন্ন অব্যবস্থার প্রতিবাদে সোচ্চার হন।দোলা দেবী বলেন দিন মজুররা কাজ হারিয়ে ঘরে বসে আছে।তাদের উপার্জন করবার কোন উপায় নেই।তাই তিন মাসের জন্য তাদের বাড়ির বিদ্যুৎ বিল সরকারকে মুকুব করতে হবে।
পম্পা দেব চৌধুরী বলেন কালিয়াগঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলায় রেশন নিয়ে চলছে ব্যাপক দুর্নীতি।অবিলম্বে তা বন্ধ করে গরিবদের সঠিক ভাবে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দেওয়া রেশন বন্টন করতে হবে।