ইসলামপুরে 31 নম্বর জাতীয় সড়কে যে বাইপাস রাস্তার কাজ আবার চালু হলো লকডাউন এর ফলে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে 31 নম্বর জাতীয় সড়কে যে বাইপাস রাস্তার কাজ বন্ধ ছিল সেই কাজ পুনরায় আবার চালু হলো উত্তর দিনাজপুর জেলা গ্রীন জনে থাকায়। একথা জানালেন ইসলামপুর বাইপাসের প্রোজেক্টের আধিকারিক আলম রায় ।তিনি বলেন সমস্ত নির্দেশ মেনেই আমরা লকডাউন এর পরবর্তী যে কাজ করার জন্য সরকার বলেছে সেই মোতাবেক এই কাজ শুরু হয়েছে । ইসলামপুর ৩১ নম্বর জাতীয় সড়কের বাইপাসের কাজ বেশ কিছুদিন কাজ আটকে গিয়েছিল লকডাউন এর জেরে। পুনরায় আবার সেই কাজ শুরু হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন তবে লেবার খুব কম পাওয়া যাচ্ছে এরফলে খুব কাজ ধীর গতিতে এগোচ্ছে ।ইসলামপুর বাইপাসের বেশ কিছু কাজ প্রায় শেষ হয়ে এসেছে। কিছু কাজ সম্পন্ন হলেই বাইপাস হ্যান্ডওভার করা যাবে। তিনি বলেন প্রত্যেকটি শ্রমিক মুখে মাক্স পরে সোশ্যাল ডিস্টেন্স মেনেই কাজ করছেন ।
1 min readইসলামপুরে ৩১নম্বর জাতীয় সড়কে যে বাইপাস রাস্তার কাজ আবার চালু হলো
লকডাউন এর ফলে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে 31 নম্বর জাতীয় সড়কে যে বাইপাস রাস্তার কাজ বন্ধ ছিল সেই কাজ পুনরায় আবার চালু হলো উত্তর দিনাজপুর জেলা গ্রীন জনে থাকায়।
একথা জানালেন ইসলামপুর বাইপাসের প্রোজেক্টের আধিকারিক আলম রায় ।তিনি বলেন সমস্ত নির্দেশ মেনেই আমরা লকডাউন এর পরবর্তী যে কাজ করার জন্য সরকার বলেছে সেই মোতাবেক এই কাজ শুরু হয়েছে ।
ইসলামপুর ৩১ নম্বর জাতীয় সড়কের বাইপাসের কাজ বেশ কিছুদিন কাজ আটকে গিয়েছিল লকডাউন এর জেরে। পুনরায় আবার সেই কাজ শুরু হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন তবে লেবার খুব কম পাওয়া যাচ্ছে এরফলে খুব কাজ ধীর গতিতে এগোচ্ছে ।ইসলামপুর বাইপাসের বেশ কিছু কাজ প্রায় শেষ হয়ে এসেছে।
কিছু কাজ সম্পন্ন হলেই বাইপাস হ্যান্ডওভার করা যাবে। তিনি বলেন প্রত্যেকটি শ্রমিক মুখে মাক্স পরে সোশ্যাল ডিস্টেন্স মেনেই কাজ করছেন ।
where to buy cialis online Prevalence and risk factors for erectile dysfunction in the U
Instead, you may want to consider an anal spray that relaxes the area rather than numbing it priligy equivalent Do check out the reviews for the company to make sure that your buying experience goes smoothly
cialis 5mg online Post office boxes and mail forwarding addresses will receive standard postal shipping and not 2nd Day Air at this time
buy cialis usa Tadalafil, the active ingredient in Cialis differs from other PDE5 inhibitors in its unique long-elimination half-life
It is limited to the research interest. cose clomid
clomid nolvadex pct