December 26, 2024

বিধ্বংসী আগুনে ১৪ টি বাড়ি পুড়ে ছাই

1 min read

বিধ্বংসী আগুনে ১৪ টি বাড়ি পুড়ে ছাই

শনিবার গভীর রাতে বিধ্বংসী আগুনে ১৪ টি বাড়ি পুড়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গেছে ইসলামপুর থানার নয়াবাড়ি দেবরা এলাকায় শনিবার গভীর রাতে বিধ্বংসী আগুনে ১৪ টি পুড়ে যায়। ঘটনার খবর জানা জানিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছোরায়। প্রথমে স্হানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন।

এবং আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় খবর দেওয়া হয়  ইসলামপুর থানার পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইসলামপুর থানার পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনী। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সোহরাব আলী জানিয়েছেন রাত সাড়ে বারোটা নাগাদ কিভাবে আগুন লাগে সেটা বুঝেতে  পারছিনা।

আগুন দেখে চিৎকার চেচামেচি শুরু করলে পাড়া প্রতিবেশীরা এসে আগুন নেভানোর কাজে হাত লাগান কিন্তু আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তারপরে ইসলামপুরের দমকল বাহিনীকে খবর দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ততক্ষনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বাড়িতে থাকা ধান, চাল, গম, প্রচুর খাদ্য সামগ্রী ও জিনিসপত্র  আগুনে পুড়ে ছাই হয়ে যায় এতে প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। ইসলামপুর দমকল আধিকারিক সূত্রে জানা গেছে ইসলামপুর থানার নয়াবাড়ি দেবরা এলাকা আগুন লাভার খবর আছে এবং এখান থেকে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে তবে কিভাবে আগুন লাগছে সেটি এখনো জানা যায়নি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *