উত্তর দিনাজপুরের ১৩ জন এম এ পরিক্ষার্থী উত্তর প্রদেশের সুলতানপুর থেকে কাতর আবেদন তাদের ফিরিয়ে আনা হোক
1 min readউত্তর দিনাজপুরের ১৩ জন এম এ পরিক্ষার্থী উত্তর প্রদেশের সুলতানপুর থেকে কাতর আবেদন তাদের ফিরিয়ে আনা হোক
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–উত্তর দিনাজপুর জেলার ১৩ জন ছাত্র ছাত্রীর সাথে ২ জন অভিভাবক উত্তর প্রদেশের সি এস জে এম বিশ্ব বিদ্যালয়ে এম এ পরীক্ষা দেবার জন্য উত্তর প্রদেশে গিয়েছিল গত ২৭/২/২০২০ তে। যথারীতি অধিকাংশ পরীক্ষা হয়ে গেলেও ২ টা পরীক্ষা বাতিল হইয়া যায় লকডাউনের কারনে।। ।বর্তমানে ১৩ জন ছাত্র ছাত্রী এবং ২ জন অভিভাবক তাদের সাথে সুলতানপুরের গঙ্গা সিংহ মহাবিদ্যালয়ে সেই থেকে আটক হয়ে পড়ে আছে।কলেজ ক্যাম্পাসে আটকে থাকা পরীক্ষার্থী শিবা গোস্বামী জানান তারা যে কলেজে বর্তমানে আছে সেই কলেজের প্রিন্সিপাল অরুন কুমার পাল তাদের জানিয়ে দিয়েছেন আগামী ৫ই মে পর্যন্ত তাদেরকে কলেজ ক্যাম্পাসে রাখতে পারবেন।
এর পর তাদেরকে রাখা এবং তাদের খাওয়া দাওয়ার কোন ব্যবস্থা তারা করতে পারবেনা।শিবা গোস্বামী আরো জানিয়েছেন কলেজের প্রিন্সিপাল অরুন কুমার পাল উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনাকে একটি চিঠি দিয়ে উত্তর দিনাজপুর জেলার এই সমস্ত ছাত্র ছাত্রী ও অভিভাবকদের নিয়ে যাবার একটা ব্যাবস্থা করার জন্য।শিবা গোস্বামী জানান আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেমন ভিন রাজ্যে আটকে থাকা ছাত্রদের নিয়ে যাবার ব্যবস্থ্যা করেছেন আমাদেরকেও তিনি নিয়ে যাবার ব্যবস্থা করুন।কেননা আমাদের এই মুহূর্তে টাকা পয়সা যা ছিল সব শেষ হয়ে গেছে।তার মধ্যে আগামী ৫ তারিখের পর থেকে আমাদের থাকা ও খাওয়া দেওয়ার কোন দায়িত্ব কলেজ কর্তৃপক্ষ বহন করবে না বলে জানিয়ে দিয়েছে।আমরা আমাদের উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক মহাশয়ের কাছেও বিনম্র আবেদন করছি প্রচন্ড অসুবিধার হাত থেকে আমাদের মুক্ত করে আনা হোক।