পরিযায়ী শ্রমিকদের সাহায্য, প্রত্যাশা প্রকল্প চালু ও সঠিক পরিমান রেশন দেবার দাবিতে বামফ্রন্ট রাস্তায়-
1 min readপরিযায়ী শ্রমিকদের সাহায্য, প্রত্যাশা প্রকল্প চালু ও সঠিক পরিমান রেশন দেবার দাবিতে বামফ্রন্ট রাস্তায়-
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ–উত্তর দিনাজপুর–বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিভিন্ন স্থানে বামফ্রন্টের পক্ষ থেকে প্রতিবাদে মুখর হয় কালিয়াগঞ্জের বামফ্রন্টের নেতৃত্বরা।
কালিয়াগঞ্জের বামফ্রন্ট নেতা ভারতেন্দ্র চৌধরীর নেতৃত্বে কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ বাজার,হাসপাতাল রোড ও নাট মন্দির চত্বরে করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে লকডাউনের কারনে দুস্থ শ্রমিকদের আর্থিক সাহায্য,অবিলম্বে প্রত্যাশা প্রকল্পচালু করা ও রেশন প্রাপকদের সঠিক পরিমান রেশন দেবার দাবি জানানো হয়।
বাম নেতা ভারতেন্দ্র চৌধরী বলেন লকডাউনের এই ডামাডোলের কারনে রেশন প্রাপকদের সঠিক পরিমান রেশন দেওয়া হচ্ছেনা।রেশন নিয়ে চলছে ব্যাপক কারচুপি।অবিলম্বে প্রশাসন এ ব্যাপারে দৃষ্টি না দিলে বামফ্রন্টের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে বলে ভারতেন্দ্র চৌধুরী বলেন।বৃহস্পতিবারের এই পথ সভায় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতেন্দ্র চৌধুরী ছাড়াও সিপিএম নেতা মনোরঞ্জন পাটোয়ারী,কার্তিক সাহা ,রাধিকা রঞ্জন দেববহুতি এবং দিগেন রায়।