December 26, 2024

সোশ্যাল দূরত্বের সতর্কতামূলক প্রচার রেশন ডিলারদের কাছে রায়গঞ্জ পৌরসভার।

1 min read

সোশ্যাল দূরত্বের সতর্কতামূলক প্রচার রেশন ডিলারদের কাছে রায়গঞ্জ পৌরসভার।

কৃতিমন বিশ্বাস,রায়গঞ্জ_করোনা নামক এই মরণ ভাইরাসের সংক্রমণ এর ঠিক প্রথম পর্ব থেকেই পশ্চিমবঙ্গ বাসীর পাশে দেবী রূপ এ দাড়িয়েছেন আমদের এই রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখন এই দেশে আসতে আসতে শুরু হয়েছিল এই মহামারীর ছড়াছড়ি ঠিক সেই সময় থেকেই রাজ্যবাসী কে এই মহামারীর বিষাক্ত দংশন থেকে রক্ষা করতে মানুষের পাশে

এসে দাঁড়ান এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার জনগণের কথা ভেবে তিনি নানা ভাবে পশ্চিমবঙ্গবাসী কে এই সংক্রমণ থেকে রক্ষা করার জন্য সাধারণ মানুষ কে প্রতিনিয়ত সচেতন করে চলেছেন। বাংলার গরীব অসহায় মানুষ যেন কোনরকম খাদ্য অভাবে না থাকে সেই জন্য তিনি এক নিষ্ঠ ভাবে গরীব মানুষদের মুখে অন্ন সংস্থান করার ব্যাবস্থা করেছেন রেশন এর মাধ্যমে।এবং প্রতিনিয়তই সাধারণ মানুষ যেন সামাজিক দূরত্ব বজায় রেখে চলে ও মাস্ক পড়ে বাইরে যায়

সেই জন্য সব সময় সাধারণ মানুষকে সচেতন করে চলেছেন তিনি। উত্তর দিনাজপুর জেলাকে রক্ষা করতে দিন রাত এক করে কাজ করছেন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক। এই সমগ্র উত্তর দিনাজপুর জেলা সহ রায়গঞ্জ শহরবাসী কে রক্ষা করতে বার বার জেলাবাসী সহ সকল রায়গঞ্জ শহরবাসী কে এই মহামারি সম্পর্কে সচেতন করে চলেছেন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক। ২৮ এপ্রিল (মঙ্গলবার) জেলা শাসক এর ভিডিও কনফারেন্সের পরিপ্রেক্ষিতে এবং তার পরামর্শ অনুযায়ী ২৯ এপ্রিল বিকেল ৪ টায় রায়গঞ্জ পৌরসভার সুব্রত রায় মেমোরিয়াল সভা কক্ষে জরুরী ভিত্তিতে রায়গঞ্জ পৌর এলাকায় অবস্থিত ২০ টি রেশন ডিলারকে নিয়ে বিশেষ বৈঠক করা হয় ।এবং এই বৈঠকে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস ,সি. আই. সি মেম্বার সাধন কুমার বর্মন, কাউন্সিলর ইনচার্জ হেলথ বরুণ ব্যানার্জী এবং কাউন্সিলর ইনচার্জ রিলিফ অভিজিৎ সহা,এবং খাদ্য ও সরবরাহ দফতরের ইন্সপেক্টর হীরক ঘোষ। এই বৈঠক শেষে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রত্যেক কে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে দুই টি করে ব্যানার দেওয়া হয়। এবং ২৫ তারিক প্রত্যেক রেশন ডিলারকে সরকার নির্দেশিত আরো দুটি করে ব্যানার দেওয়া হবে।আগামী দিন গুলি তে এই মহামারী সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবং তাদের রক্ষা করতে এই উদ্যোগ টি গ্রহণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *