করোনা ভাইরাস রোধে কালিয়াগঞ্জ ফায়ার ব্রিগেডের আধিকারিকগন কালিয়াগঞ্জের বিভিন্ন গ্রাম ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক স্প্রে করতে মাঠে নামলো
1 min readকরোনা ভাইরাস রোধে কালিয়াগঞ্জ ফায়ার ব্রিগেডের আধিকারিকগন কালিয়াগঞ্জের বিভিন্ন গ্রাম ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক স্প্রে করতে মাঠে নামলো
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–উত্তর দিনাজপুর–বিশ্বের ত্রাস করোনা ভাইরাসকে জব্দ করতে এখন সরকারী বেসরকারী সংস্থা সবাই মাঠে নেমে পড়েছে।
রবিবার কালিয়াগঞ্জ পৌর শহরের অগ্নি নির্বাপক দপ্তর (ফায়ার ব্রিগ্রেড)তাদের কালিয়াগঞ্জ স্টেশনের আধিকারিক ও কর্মীদের নিয়ে জীবাণুনাশক স্প্রে করবার কাজে নেমে পড়ায় কালিয়াগঞ্জের পৌরপিতা কার্তিক চন্দ্র পাল অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের অভিনন্দন জানালেন।
কার্তিক বাবু বলেন শহরকে ভাইরাস মুক্ত করতে আগামী কাল থেকে পৌরসভার পক্ষ থেকেও বিভিন্ন অফিস, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে
জীবাণু নাশক স্প্রে করা হবে বলে জানান।রবিবার কালিয়াগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তর কুনোরের ব্লক স্বাস্থ্য কেন্দ্র,ধনকোল হাটের বিভিন্ন স্থান এবং কালিয়াগঞ্জ থানাতে স্প্রে করেন বলে জানিয়েছেন
কালিয়াগঞ্জের অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক শান্তনু মজুমদার ।তিনি বলেন দেশের ও সমাজের এই চরম দুঃসময়ে
আমাদের সবাইকে দেশের ও সমাজের হয়ে কাজ করতে হবে।আমরা মানুষের জন্যই কাজ করতে এসেছি।তাই সমাজের মানুষেরা যাতে
সুস্থ থাকে তার প্রাথমিক কাজগুলো আমাদের করতেই হবে।আগামী কাল সোমবারেও বেশ কিছু জায়গায় জীবাণুনাশক স্প্রে করা হবে বলে অগ্নিনির্বাপক আধিকারিক শান্তনু মজুমদার জানান।