December 25, 2024

জনসচেতনয় জমরাজ পথে নামলেন

1 min read

জনসচেতনয় জমরাজ পথে নামলেন

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–উত্তর দিনাজপুর–করোনা ভাইরাসের এই দুঃসময়েও উত্তর দিনাজপুর জেলার মানুষকে প্রশাসন থেকে বার বার সচেতন করার পরেও কোন কাজ হচ্ছেনা দেখে খোদ জমরাজ মানুষকে নিজের ভালো বোঝানোর জন্য মাঠে নেমে পড়েছেন।জমরাজ নিজেই বলছে জনগণকে তোরা ঘরে থাক তোদের বাঁচার স্বার্থেই।আর তা যদি না করিস তাহলে জমরাজের যা কাজ আমাকে সেটাই করতে হবে।এখনো সময় আছে যদি সরকারের নিয়ম না মেনে চলা হয় তাহলে জমরাজের যা কাজ তাই করতে হবে বলে জমরাজ সাধারণ মানুষদের হুঁশিয়ারি দেন। রবিবার জমরাজ সেজে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে তিনি রাস্তায় রাস্তায় বেরিয়ে প্রচারের কাজে নেমে পড়েছেন বলে জানা যায়।

এই অভিনব উদ্যোগ জমরাজ নেবার ফলে তাকে সবাই অভিনন্দন জানান বলে জানা যায়।দেশে বাড়ছে করোনা সংক্রমন।সরকারী পক্ষ্যে পরপর দুবার লকডাউনের নির্দেশ জারী হয়েছে।বাড়ীতে থেকে সামাজিক দুরত্ব বজায়ের অাবেদন জানানো হচ্ছে।কিন্তু একশ্রেনীর মানুষ সেই নিয়মের তোয়াক্কা না করে বাড়ী থেকে বেরিয়ে পড়ছেন।কোভিড ১৯ সংক্রমনের অাশঙ্কা বাড়ছে।মানুষকে ঘরে থাকার বার্তা দিতে অভিনব উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলা বিজেপি।রবিবার রায়গন্জ শহরের বিভিন্ন

এলাকাতে যমরাজ সেজে সচেতনতার বার্তা দেওয়া হল বিজেপির পক্ষ্যে।উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী জানিয়েছেন,লকডাউন চলাকালীন কিছু মানুষ বাড়ী থেকে বেরিয়ে পড়ছেন।সামাজিক দুরত্ব ঠিকমত মানা হচ্ছেনা।এই বিষয়ে মানুষকে সচেতন করা ভীষন জরুরী।তাই যমরাজ সাজিয়ে বের করা হয়েছে।তিনি মানুষকে ঘরে থাকার কথা বলছেন।সামাজিক দুরত্ব বজায় রাখার অাবেদন জানাচ্ছেন।

মুখে মাস্ক পড়ে করোনা প্রতিরোধের বার্তা দেওয়া হচ্ছে।যমরাজ মানুষকে বলছেন,বাড়ী থেকে বেরোলে, তার সঙ্গে যেতে হবে,বাড়বে বিপদ।ঘরে থাকলে এড়ানো যাবে সংকট।অাজ থেকে সচেতনতা মূলক প্রচার রায়গন্জে শুরু হয়েছে।

ডালখোলা,ইসলামপুর,কালিয়াগন্জে এই প্রচার চালানো হবে।বিজেপির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষেরা।তারা বলেন,সরকারী

তরফে বারবার মানুষকে ঘরে থাকার কথা বলা হচ্ছে।পুলিশ অপ্রয়োজনে বাড়ী থেকে বেরোনোদের বিরুদ্ধে অাইনগত ব্যবস্থা গ্রহন করছে।কিন্তু সকাল হলেই মানুষের মধ্যে বাড়ী থেকে বেরোনোর প্রবনতা লক্ষ্য করা যাচ্ছে।এই অবস্থাতে বিজেপির এই প্রচার তাৎপর্যপূর্ন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *