জেলা পরিষদের কর্মাদক্ষ পম্পা পাল লকডাউনে দুঃস্থ মানুষে পাশে
1 min readজেলা পরিষদের কর্মাদক্ষ পম্পা পাল লকডাউনে দুঃস্থ মানুষে পাশে
তনময় চক্রবর্তী করোনা ভাইরাসের জেরে দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। আর এই লকডাউনের কারনে বহু দুঃস্থ মানুষেরা সম্যায় পড়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি সেই সব মানুষের পাশে এসে দাড়িয়েছে অনেকে।
বুধবার উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাদক্ষ পম্পা পাল হেমতাবাদ ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে দুঃস্থ মানুষদের মধ্যে চাল,ডাল,আলু,তেল,সাবান তুলে দেন।কর্মদক্ষকে কাছে পেয়ে খুশি দুঃস্থ পরিবার গুলি।