October 24, 2024

বাংলাদেশের চৌদ্দগ্রামে ডিজিটাল “মানবিক বঙ্গবন্ধু টিম” ও “সচেতন বেগম রোকেয়া টিম”-এর প্রস্তাব দিলেন ড:তাপস পাল

1 min read

বাংলাদেশের চৌদ্দগ্রামে ডিজিটাল “মানবিক বঙ্গবন্ধু টিম” ও “সচেতন বেগম রোকেয়া টিম”-এর প্রস্তাব দিলেন ড:তাপস পাল

তনময় চক্রবর্তী সচেতনতাই একমাত্র অস্ত্র এই সময়| আর এই সচেতনতা গড়ে তুলে কোরোনাকে আটকাতে অনুরোধ করলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা পরিবেশ গবেষক ড: তাপস পাল | ভারতের মতোই জনবহুল দেশ বাংলাদেশ, কোরোনার আক্রমণ এই অতি জনঘনত্বপূর্ণ দেশগুলিতে হলে তা কতটা ভয়ংকর রূপ নিতে পারে তা উপলব্ধি করেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা পরিবেশ গবেষক ড: তাপস পাল | ইতিমধ্যেই তিনি “চাই করোনা মুক্ত উত্তর দিনাজপুর” শিরোনামে বিভিন্ন প্রস্তাব দিয়েছেন পৌরসভা ও থানাগুলিকে; তারা সর্বসম্মত রূপে তার প্রস্তাবগুলির বাস্তব রূপ দিয়েছেন | ড: তাপস পাল ভোলেননি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সুরক্ষার কথাও | বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের মেয়র মিজানুর রহমানের কাছে “চাই করোনা মুক্ত চৌদ্দগ্রাম”

 

শিরোনামে সাতদফা প্রস্তাব পাঠান | চৌদ্দগ্রাম হসপিটাল , বাজার , পৌরসভা , অফিস , স্কুল , কলেজ এর সামনে হ্যান্ড ওয়াস স্টেশন এক মাসের জন্য চালু করার কথা জানান । সেখানে যেকোন সাবান রেখে দিন হাত ধোয়ার জন্য । WHO-এর নির্দেশ অনুসারে স্কুল , কলেজ , মাদ্রাসা অন্তত ২১ দিন বন্ধ রাখার চেষ্ঠা করুন । পৌরসভার অফিসের ভিতরে ব্লিচিং-জল স্প্রে ও হ্যান্ডওয়াশে হাত ধােয়ার ব্যবস্থা করুন । ২ ) দমকলের মাধ্যমে ব্লিচিং-জল পৌরসভার অধিনস্ত হসপিটালের ভেতরের রাস্তা , মূখ্য বাজারের রাস্তা ও গলিতে স্প্রে করে জীবাণু মুক্ত করণের ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন । ৩ ) প্রত্যেক নাগরিককে এই মুহূর্তে বাইরে থেকে বাড়িতে ঢোকার আগে সাবান দিয়ে । ডেটল জল দিয়ে হাত – পা ও স্যান্ডেল ধূয়ে ঢোকার সচেতনতার কথা মাইকিং করতে বলেন কর্মসূচী আকর্ষণীয় করতে ; “ সাবান হলে পা । করোনা ভেগে যা ” প্রচার করতে বলেন | ৪ ) প্রত্যেক পরিবাবের মায়েদের সচেতন করা প্রয়োজন যাতে তারা তাদের বাচ্চাদের ভালভাবে হাত ধুয়ে খাওয়ার দেন । যে টীমের নাম হবে “ সচেতন বেগম রকিয়া ’ | যারা নিজ নিজ পাড়ায় মায়েদের আরও সচেতন করবে করােনা নিয়ে | পাড়ার প্রত্যেক বাড়ির মায়েদের / বােনেদের whatsapp গ্রুপ সংযােগ করে একটি নির্দিষ্ট গ্রুপ করবেন ও নাম দিবেন “ সচেতন বেগম রোকেয়া গ্রুপ” | সেখানে বাংলা ভাষায় । মায়েদের । মেয়েদের করােনা নিয়ে সচেতনতামূলক বার্তা দেবেন | ৫ ) নামাজ নিজ নিজ বাড়ির ছাদে অথবা উঠোনে পড়ে পবিত্র মসজিদের মত নিজ বাড়ির পরিবেশকে মসজিদের মত পবিত্র করে তোলার কথা জানান তিনি । এই কর্মসূচীর নাম দিয়েছেন ” নামাজে বাসা পবিত্র ” । ৬ ) প্রত্যেক ওয়ার্ড এর কাউন্সিলরদের নিজ নিজ পাড়ায় যত রকম জমায়েত অনুষ্ঠান আগামি দুইমাসের জন্য একটু হালকা করার নির্দেশ দিন । যে যে ওয়ার্ড করোনা মুক্ত থাকবে তাদের কাউন্সিলরদের বিশেষ সম্মাননা “করোনা মুক্ত ওয়ার্ড অ্যাওয়ার্ড ” দেওয়ার ঘোষণা করা হবে । ৭ ) চৌদ্দগ্রামের প্রত্যেক নার্স ও ডাক্তারদের বাড়িতে জল , বিদ্যুৎ , খাবার প্রতিদিন কি অবস্থায় আছে তার জন্য “মানবিক বঙ্গবন্ধু” টীম তৈরি করা । প্রত্যেক কাউন্সিলর ও মেয়র হবেন এর মেম্বার ও নিজ নিজ পাড়ার নার্স ও ডাক্তারদের পরিবাবের খবর ও যত্ন রাখবেন এবং অন্তত এক বার সালাম / আদাব দিয়ে আন্তরিকতা জানাবেন । সকল ডাক্তার ও নার্সদের নিয়ে একটি নির্দিষ্ট whatsapp গ্রুপ করবেন ও যার নাম “মানবিক বঙ্গবন্ধু গ্রুপ” এবং প্রতিদিন মেয়র নিজে খবর নেবেন সকল পরিবার কেমন আছেন |

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *