কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ উঃ দি কমিটি করোনা ভাইরাসে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে একলক্ষ এক টাকার চেক প্রদান করলো
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–উত্তর দিনাজপুর– করোনা ভাইরাসের মত অজানা রোগের সামাল দিতে সরকার পাশে সরকারি কর্মচারী সংগঠনের সদস্যরাও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।গত সোমবার কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লইজ,,উত্তর দিনাজপুর কমিটির পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক(সাধারণ) শ্রীমতী রীনা জোশীর দপ্তরে গিয়ে তার হাতে সংগঠনের পক্ষ থেকে একলক্ষ এক টাকার
একটি চেক তুলে দেন সংগঠনের উত্তর দিনাজপুর জেলা কমিটির জেলা সম্পাদক সুজস মুখার্জী।উপস্থিত ছিলেন অলক মৈত্র,সঞ্জয় ব্যানার্জী,কাকলি রায়,মঃ নূর ইসলাম ও মাধব নন্দী সহ প্রমুখ ব্যক্তিগণ।উল্লেখ্য,কর্মচারীদের দাবিদাওয়ার পাশাপাশি রাজ্যের খরা,বন্যার সহ প্রাকৃতিক দুর্যোগের সময়েও কনফেডারেশনের সমস্ত সদস্যরা দিনরাত এক করে সরকারের পাশাপাশি দুস্থ মানুষদের পাশে গিয়ে দাঁড়ানোর অনেক
নজির এই সংগঠনের আছে বলে জানা যায়।অতিরিক্ত জেলা শাসক রীনা জোশী দেশের এই ভয়াবহ পরিস্থিতির সময় এগিয়ে আসার জন্য কনফেডারেশনের সকল সদস্যদের অভিনন্দন জানান।তিনি বলেন এই মুহূর্তে এই ভয়াবহ পরিস্থিতির মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।সংগঠনের সম্পাদক সুজশ মুখার্জী বলেন তাদের সংগঠন সরকারের আপদে বিপদে সবসময় পাশে ছিল আছে ও থাকবে বলে জানান।